সংবাদদাতা, রামপুরহাট : ‘আপনি ততদিন নেতা, যতদিন কাজ করবেন। যতদিন মমতা বন্দ্যোপাধ্যায় যে কাজগুলো দিয়েছেন, সেগুলো করিয়ে নিতে পারবেন।’ বীরভূমের সাংসদ শতাব্দী রায় স্পষ্ট জানালেন মঙ্গলবার রামপুরহাট ২ নং ব্লকে বুধিগ্রাম তৃণমূল কংগ্রেস অঞ্চলের বুথভিত্তিক কর্মিসম্মেলনে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার দলের নেতা-কর্মীদের মানুষের জন্য কাজ করতে বলেন। তাঁরই কথার প্রতিধ্বনি পাওয়া গেল শতাব্দীর কথায়।
আরও পড়ুন-উচ্ছেদের বিরুদ্ধে রুখে দাঁড়ান
তারাপীঠের কাছে বুধিগ্রামের এই কর্মিসম্মেলনে শতাব্দী ছাড়াও ছিলেন জেলা তৃণমূল কংগ্রেস সাধারণ সম্পাদক ত্রিদিব ভট্টাচার্য, ব্লক সভাপতি সুকুমার মুখোপাধ্যায়, বিধায়ক অশোক চট্টোপাধ্যায় প্রমুখ। শতাব্দী বলেন, ‘বুথকর্মীরাই মানুষের কাছে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাজের সুফল পৌঁছে দিতে পারবেন। সাধারণ মানুষ স্বাস্থ্যসাথী কার্ডের সমস্যার ব্যাপারে সরাসরি পৌঁছে যেতে পারবেন না। কিন্তু তাঁরা আপনার কাছে যেতে পারবেন। আপনারা তাঁদের পাশে থাকুন। দশজনের মধ্যে যদি নয়জন মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রকল্পের সুবিধা পেয়ে থাকেন, তো আরেকজনও পাবেন। মানুষের পাশে থাকা, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রকল্পের সাফল্য মানুষের কাছে তুলে ধরা, কেউ সরকারি সাহায্য চাইলে, তার ব্যবস্থা করা। এই তো কাজ! সামনে পঞ্চায়েত ও লোকসভা নির্বাচন আছে। তার আগে মানুষকে সঙ্গে নিয়ে এগিয়ে যেতে হবে।’