তুফানগঞ্জে তৃণমূল নেতাকে গুলি

তৃণমূল কংগ্রেসের তরফে অভিযোগ করা হয়েছে, গত লোকসভা ভোটে মহিষকুচি -২ গ্রাম পঞ্চায়েতে ভালো ফল করেছে তৃণমূল কংগ্রেস।

Must read

তুফানগঞ্জ (Tufangunj)-২ ব্লকের মহিষকুচি -২ গ্রাম পঞ্চায়েতের টাকোয়ামারি গ্রামে তৃণমূল নেতাকে (TMC) গুলি করার অভিযোগের তীর বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। গুলি লক্ষ্যভ্রষ্ট হওয়ায় অল্পের জন্য প্রাণে রক্ষা পান তিনি। খবর পেয়ে, রাতেই ঘটনাস্থলে পৌঁছে গুলির খোল উদ্ধার করেছে বক্সিরহাট থানার পুলিশ।

আরও পড়ুন-৫ বছর পর ঐতিহ্যের মাঠেই এবার স্বমহিমায় ফিরছে পৌষমেলা

তৃণমূল কংগ্রেসের তরফে অভিযোগ করা হয়েছে, গত লোকসভা ভোটে মহিষকুচি -২ গ্রাম পঞ্চায়েতে ভালো ফল করেছে তৃণমূল কংগ্রেস। সাংগঠনিক শক্তি দুর্বল করতেই এভাবে গুলি চালানো হয়েছে। মহিষকুচি -২ তৃণমূলের অঞ্চল কমিটির চেয়ারম্যান তথা তুফানগঞ্জ-২ ব্লক তৃণমূল সভানেত্রী চৈতি বর্মন বড়ুয়ার ছেলে নিহার বড়ুয়া। সপ্তাহের বেশিরভাগ সময়ে টাকোয়ামারি গ্রামে থাকতেন তিনি। বুধবার রাতে দলীয় সাংগঠনিক কাজ সেরে কোচবিহারের বাড়িতে ফেরেন নিহার বড়ুয়া। এরপরেই রাত সাড়ে বারোটা নাগাদ ওই মিলের ঘরের দরজা সাবল দিয়ে ভাঙ্গা হয়। সেই সময়ে ঘরে শুয়ে ছিলেন নিহার বড়ুয়া ভাগ্নে। তাকেই তৃণমূল নেতা ভেবে গুলি করা হয়। কোনমতে জানালা দিয়ে পালিয়ে প্রাণে বাঁচেন তিনি। গুলি লক্ষ্যভ্রষ্ট হয়ে সিমেন্টের দেয়ালে গিয়ে লাগে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে বক্সিরহাট থানার বিশাল পুলিশ বাহিনী।

Latest article