সংবাদদাতা, কাটোয়া : শান্তিপূর্ণ পঞ্চায়েত নির্বাচনের মাধ্যমে ১০০ শতাংশ আসন জেতা নিশ্চিত করার আহ্বান জানালেন তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার। বুধবার বিকেলে পূর্বস্থলী ১ ব্লকের নওয়াপাড়ায় সার, পেট্রল, ডিজেল ও রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদ ও ১০০ দিনের কাজের দাবিতে আয়োজিত তৃণমূলের (TMC) প্রতিবাদ সভায় জয়প্রকাশবাবু ছাড়াও বক্তব্য পেশ করেন মন্ত্রী স্বপন দেবনাথ, পূর্ব বর্ধমান জেলা তৃণমূল সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়, জেলা সভাধিপতি শম্পা ধাড়া প্রমুখ। ভিড়ে ঠাসা সভায় জয়প্রকাশবাবুর সতর্কতা, ‘এ রাজ্যে এখন রাম আর বাম এক হয়ে তৃণমূলের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। সিপিএমের অত্যাচার আপনারা দেখেছেন। বিজেপি (BJP) মানেই আপনাদের ভাতে মারার বন্দোবস্ত করা। তাই যদি উন্নয়ন চান, সুস্থ হয়ে বাঁচতে চান, শান্তি চান, তাহলে তৃণমূলকে (TMC) সমর্থন করুন।’ কিছুদিন আগে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এসে বিজেপির রাজ্য কার্যালয়ে দলীয় নেতৃত্বকে কী বার্তা দিয়েছেন, তা ‘ফাঁস’ করে জয়প্রকাশবাবু জানান, ‘উনি বলে গিয়েছেন, লড়াই কীভাবে করতে হয়, মানুষের পাশে কীভাবে দাঁড়াতে হয়, তা মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে শিখতে হবে।’ দুর্নীতির প্রসঙ্গ তুলে জয়প্রকাশবাবুর দাবি, ‘তৃণমূল দুর্নীতির সঙ্গে ন্যূনতম আপস করে না। তার প্রমাণ আপনারা রোজ খবরের কাগজে দেখেন।’ রবীন্দ্রনাথবাবুর বক্তব্য, ‘লোকসভা ভোটে বিজেপি যা প্রতিশ্রুতি দিয়েছিল, একটাও পালন করেনি। পেট্রল, ডিজেল, রান্নার গ্যাস থেকে শুরু করে সমস্ত নিত্যপ্রয়োজনীয় জিনিসের দর বেড়ে চলেছে। ১০০ দিনের কাজ বন্ধ করে টাকা আটকে গরিব, মধ্যবিত্তকে ভাতে মারার ব্যবস্থা করেছে বিজেপি।’
আরও পড়ুন-জাতীয় গঙ্গা পরিষদের বৈঠক: আসছেন প্রধানমন্ত্রী, থাকবেন মুখ্যমন্ত্রীও