জাতীয় গঙ্গা পরিষদের বৈঠক: আসছেন প্রধানমন্ত্রী, থাকবেন মুখ্যমন্ত্রীও

Must read

জাতীয় গঙ্গা পরিষদের বৈঠকে যোগ দিতে রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ওই বৈঠকে থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও (CM Mamata Banerjee)। বছরের শেষে রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী। আজ, বুধবার নবান্নে মেলার প্রস্তুতি বৈঠকে মুখ্যমন্ত্রীজানিয়ে দিলেন নৌসেনার যে অনুষ্ঠানে প্রধানমন্ত্রী আসছেন সেখানে উপস্থিত থাকবেন তিনিও।

আরও পড়ুন: গঙ্গাসাগর মেলা: রেকর্ড জনসমাগমের সম্ভাবনা, এক টিকিটে যাতায়াত, ঘোষণা মুখ্যমন্ত্রীর

গঙ্গাসাগর মেলা নিয়ে প্রস্তুতি নিয়ে আলোচনার সময় মুখ্যমন্ত্রী (CM Mamata Banerjee)  বলেন, “৩০ তারিখ তো প্রধানমন্ত্রী আসছেন। আপনারা কি গার্ডেনরিচে জাহাজে অনুষ্ঠান করবেন?” উত্তরে সেখানে উপস্থিত আধিকারিক জানান, নেতাজি সুভাষ নাভাল বেসে এই অনুষ্ঠান হতে পারে। তখনই মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “আসলে আমাকেও আমন্ত্রণ জানানো হয়েছে, সেই অনুষ্ঠান নিয়ে। আমি জানি বিষয়টা। সেজন্য জিজ্ঞেস করছি। সেদিন আমিও থাকব ওই অনুষ্ঠানে। আপনারা এটা কনফার্ম করে নিতে পারেন।”

৩০ ডিসেম্বর কলকাতায় জাতীয় গঙ্গা পরিষদের বৈঠক। সেখানে প্রধানমন্ত্রী-মুখ্যমন্ত্রী মুখোমুখি হতে পরেন। পরিষদের সদস্য হিসেবেই বৈঠকে থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Latest article