জলপাইগুড়িতে কাবুলিওয়ালাকে রাখি পরিয়ে অভয় দান তৃণমূলের

Must read

জলপাইগুড়ি : ‘তালিবানরা আফগানিস্তানের বাসিন্দাদের যতই ভয় দেখাক, দিদির বাংলায় আপনাদের কোনও ভয় নেই। আপনারা এখানে সম্পূর্ণ সুরক্ষিত।’ জলপাইগুড়িতে আফগানিস্তান বংশোদ্ভূত কাবুলিওয়ালা দাউদ খানকে রাখি পরিয়ে এমনই বার্তা দিল জলপাইগুড়িতে তৃণমূল ছাত্র পরিষদ ও যুব তৃণমূল কংগ্রেস।

আরও পড়ুন-বিচ্ছেদের পথে লগ্নিকারী, মুখ্যমন্ত্রীর দিকে তাকিয়ে ক্লাব কর্তারা

পাশাপাশি একসঙ্গে সদস্যরা রাখিবন্ধন উৎসব পালন করলেন অভিনবভাবে। রবিবার থানা মোড়ের সামনে থেকে এই কর্মসূচি শুরু হয়। বিভিন্ন সম্প্রদায়ের প্রতিনিধিরা ভিন্ন ভিন্ন পোশাকে উপস্থিত হয়ে একটি শোভাযাত্রা করেন শহরে। শহরের ডিবিসি রোডে আফগান বংশোদ্ভূত জনৈক দাউদ খানের হাতে রাখি পরিয়ে অভিনব বার্তা দেন যুব তৃণমূল কংগ্রেস সভাপতি সৈকত চট্টোপাধ্যায়। যুব সভাপতি বলেন, ‘জন বার্লা, নিশীথ প্রামাণিক, দিলীপ ঘোষ-সহ প্রধানমন্ত্রী মোদি বাংলাভাগের নোংরা খেলায় মেতেছেন। এ বাংলাকে খণ্ডন করা সম্ভব নয়। আজ সম্প্রীতির বার্তা নিয়ে ভিন্ন ভিন্ন সম্প্রদায়ের প্রতিনিধিরা উৎসব পালন করছেন। কাজেই আমরা এক আছি। এক থাকব। কোনদিনও বঙ্গভঙ্গ হতে দেব না’, বলে জানান সৈকত।

আরও পড়ুন-বিজেপি-র বঙ্গভঙ্গের দাবি, বিক্ষোভে ফুঁসছে উত্তরবঙ্গ

একই পথেই সামনাসামনি দেখা হয় বিজেপি নেতৃত্বের। ছিলেন জেলা বিজেপি সহ-সভাপতি অলোক চক্রবর্তী। দুই রাজনৈতিক দলের সদস্যরা একে অপরকে রাখি পরিয়ে দেন। বাংলাভাগ হতে দেবেন না, অলোককে এমন অনুরোধ জানান তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরা।

Latest article