দেশের বিজেপি সরকার এবং মণিপুরের ডবল ইঞ্জিন সরকারের প্রতি আস্থা হারিয়েছে মানুষ। লোকসভায় অনাস্থা প্রস্তাবের বিতর্কে অংশ নিয়ে মণিপুর নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং দেশের বিভিন্ন রাজ্যের ডাবল ইঞ্জিন সরকারের ব্যর্থতার দিকে আঙুল তুলে তীব্র আক্রমণ করলেন তৃণমূল কংগ্রেসের লোকসভার সাংসদ মহুয়া মৈত্র (Mahua Moitra)। বৃহস্পতিবার তিনি বলেন, তিন মাস ধরে মণিপুরে যা চলছে তা ওই রাজ্যের ডবল ইঞ্জিন সরকারের সবচেয়ে বড় ব্যর্থতা দেশের মানুষ এই সরকারের উপর থেকে আস্থা হারিয়েছে।
মণিপুর ইসুকে ধামাচাপা দিতে কেন্দ্রীয় সরকার বারবার অ-বিজেপি শাসিত বিভিন্ন রাজ্যের বিক্ষিপ্ত কিছু ঘটনাকে সামনে তুলে আনতে চেয়েছেন। মহুয়া মৈত্র (Mahua Moitra) এদিন লোকসভায় দাঁড়িয়ে প্রশ্ন তোলেন, তিন মাসে সাড়ে ছ’হাজার এফআইআর কোন বিরোধী রাজ্যে হয়েছে। তিন মাসে ৪ হাজার বাড়ি জ্বালানো হয়েছে বিজেপি শাসিত মণিপুরে, কোনও অ-বিজেপি শাসিত রাজ্য নয়। মণিপুরে ৬০হাজার মানুষ ঘরছাড়া অর্থাৎ মোট জনসংখ্যার ২ শতাংশ। ১৫০ জন মানুষ মারা গিয়েছে তিন মাসে। মোদি-শাহ বারবার মণিপুরের ব্যর্থতাকে ধামাচাপা দিতে বিরোধী শাসিত রাজ্যের কিছু ঘটনাকে সামনে আনার চেষ্টা করছেন। মহুয়ার প্রশ্ন, মণিপুরে যা ঘটছে বিরোধী শাসিত কোনও রাজ্যে এমনটা হচ্ছে? অসম রাইফেলস যা আবার স্বরাষ্ট্র মন্ত্রকের আওতাধীন এবং রাজ্য পুলিশ মণিপুরের পরিস্থিতির সামলাতে ব্যর্থ।
আরও পড়ুন- রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া তৃতীয়বারের জন্য রেপো রেট অপরিবর্তিত রাখল
বৃহস্পতিবার অনস্থা বিতর্কে অংশ নিয়ে মহুয়া মৈত্র বলেন, ৫ হাজার আগ্নেয়াস্ত্র এবং ৬হাজার বুলেট লুট হয়েছে পুলিশ থানা থেকে, অ-শাসিত কোনও রাজ্য এরকম পরিস্থিতি দেখেছে। মহুয়া বলেন, গত কয়েক বছরে মনিপুরে ব্যাপক হারে বেড়েছে আফিমের চাষ। কার মদতে এবং সমর্থনে আফিম চাষে এই বৃদ্ধি ঘটেছে, এতদিনেও সেটা প্রশাসনের নজরে কেন এল না। তিন মাস ধরে মণিপুর জ্বলছে অথচ এখনো পর্যন্ত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সেখানে যাওয়ার প্রয়োজন বোধ করেননি, সে প্রসঙ্গ এদিন উঠে আসে মহুয়ার বক্তব্যে। তিনি বলেন, মণিপুর আলাদা, সেখানে একটি বিশেষ সম্প্রদায়ের উপরে হামলা হচ্ছে। পুলিশ একটি অন্য সম্প্রদায়ের, রাজ্যের মুখ্যমন্ত্রীও সেই সম্প্রদায়ের। আর মণিপুরের মহিলারা নিগৃহীত হচ্ছে অন্য সম্প্রদায়ের মানুষের দ্বারা। কাজেই মণিপুরের ঘটনাকে অন্য রাজ্যের সঙ্গে তুলনা করা সম্পূর্ণ ভুল বলে উল্লেখ করেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র।