নয়াদিল্লি : সদ্য পুনর্গঠন করা হয়েছে সংসদীয় স্থায়ী কমিটিগুলি। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের স্থায়ী কমিটিতে রয়েছেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ তথা চিকিৎসক শান্তনু সেন (TMC MP Santanu Sen)। সেখানেই বুধবার জীবনদায়ী ওষুধ থেকে শুরু করে চিকিৎসার অত্যাবশ্যকীয় নানান সরঞ্জামের দাম কমানোর দাবি তুললেন তৃণমূল সাংসদ শান্তনু সেন (TMC MP Santanu Sen)। এদিনের বৈঠকের আলোচ্য বিষয় ছিল বর্তমান সময়ে মানসিক স্বাস্থ্য। তিনি মানসিক স্বাস্থ্যকে পাঠক্রমের অন্তর্ভুক্ত করার এবং ওষুধের ওপর থেকে পণ্য ও পরিষেবা কর কমানোর দাবি তোলেন। তাঁর দাবি, জীবনদায়ী বিভিন্ন ওষুধ, নানা চিকিৎসা সরঞ্জাম, হাসপতালের শয্যার ওপর থেকে পণ্য ও পরিষেবা কর প্রত্যাহার করতে হবে। এ-ছাড়া ক্যান্সারের মতো দুরারোগ্য রোগের ওষুধের দাম কমাতে হবে এবং ক্যান্সার আক্রান্ত হলে যাতে দ্রুত ধরা যায় তার ব্যবস্থা করতে হবে। পর্যাপ্ত পরিকাঠামো না গড়ে ব্যাঙের ছাতার মতো মেডিক্যাল কলেজ নির্মাণ বন্ধ করতে হবে। ক্যান্সার চিকিৎসার ক্ষেত্রে পিইটি সিটি স্ক্যান অত্যন্ত গুরুত্বপূর্ণ। এদিনের সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে তিনি দাবি করেন, সমস্ত সরকারি হাসপাতালে যাতে পিইটি সিটি স্ক্যান হয়, তার ব্যবস্থা করতে হবে। সম্প্রতি মেডিক্যাল পাঠক্রমকে সমসাময়িক গড়ে তোলার চেষ্টা করতে নানান চিন্তাভাবনা শুরু করেছে কেন্দ্রীয় সরকার। তা নিয়ে সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে শান্তনু সেন বলেছেন, বর্তমান সময়ে মানসিক স্বাস্থ্য ঠিক রাখার দিকে জোর দিতে হবে।
আরও পড়ুন-হিমাচলে টিকিট বণ্টন নিয়ে তীব্র দ্বন্দ্ব বিজেপির প্রাক্তন ও বর্তমান মুখ্যমন্ত্রীর