ডিজিটালি বিজেপিকে টেক্কা দিতে ‘কু-অ্যাপে’ অ্যাকাউন্ট খুলল তৃণমূল কংগ্রেস

Must read

প্রতিবেদন : সোশ্যাল মিডিয়ায় জনসংযোগ অব্যাহত রাখতে সক্রিয় তৃণমূল কংগ্রেস। বিজেপির আইটি সেলের সংগঠিত মিথ্যা প্রচারের মোকাবিলায় এবার সোশ্যাল প্ল্যাটফর্ম কু-তে যোগ দিল তৃণমূল কংগ্রেস শিবির। কু-তে অংশগ্রহণ করে দলের তরফে এক বিবৃতিতে বলা হয়েছে, কু–অ্যাপের সঙ্গে যুক্ত হয়ে আমরা অত্যন্ত আনন্দিত। অন্যদিকে, মমতা বন্দ্যোপাধ্যায়ের দলকে স্বাগত জানিয়েছেন এই সংস্থার সিইও অপ্রমেয় রাধাকৃষ্ণ। নিজেদের প্রতিষ্ঠানে তৃণমূলকে স্বাগত জানিয়ে কু-এর সিইও অপ্রমেয় রাধাকৃষ্ণ বলেন, আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের দলকে স্বাগত জানাচ্ছি। কু–অ্যাপের মাধ্যমে তাঁরা তাঁদের কর্মসূচি, বক্তব্য আরও বেশি করে সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে দিতে পারবেন। অল্প সময়ের মধ্যেই কু দশ মিলিয়ন ডাউনলোড হয়েছে, আমরা আরও দ্রুত বহু মানুষকে আমাদের অ্যাপের সঙ্গে যুক্ত করতে পারব।

আরও পড়ুন : খুঁজে পাওয়া যায়না অধীরকে, ক্ষোভ মানুষের

২০২৪–এর লোকসভা নির্বাচনে বিজেপি–বিরোধী জোটকে সক্রিয় করতে দায়িত্বশীল ভূমিকা পালনের বার্তা দিয়েছেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ পাশাপাশি ভিনরাজ্যে দলের সংগঠন গড়ে তুলতে সক্রিয় সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ ত্রিপুরাতেও লাগাতার কর্মসূচি নিচ্ছে তৃণমূল কংগ্রেস৷ এইসময় রাজনৈতিক কর্মসূচির পাশাপাশি সমান্তরালভাবে সোশ্যাল মিডিয়াতেও গুরুত্ব দিয়ে বক্তব্য প্রচার করতে চাইছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল৷ সেজন্য সোশ্যাল মিডিয়ার সবক’টি হাতিয়ারকে পূর্ণমাত্রায় সদ্ব্যবহারের পক্ষপাতী দল৷ নতুন কু–অ্যাপ এই কাজে আর একটি হাতিয়ার হবে৷

Latest article