১৬ নভেম্বরের পরিবর্তে ২৩ তারিখ দলীয় বৈঠক

বকেয়ার বিভ্রান্তির খবরে ব্যাপক ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী

Must read

প্রতিবেদন : ১০০ দিনের কাজের টাকা নিয়ে রীতিমতো বিভ্রান্তি ছড়ানো হচ্ছে বলে ক্ষোভপ্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এরজন্য কেন্দ্রকে দায়ী করে কড়া ভাষায় আক্রমণ শানিয়েছেন তিনি। বুঝিয়ে দিয়েছেন, ভুল তথ্য ছড়িয়ে আসলে তার আড়ালে ইচ্ছে করে বাংলার প্রতি নির্লজ্জ বঞ্চনা চালিয়ে যাচ্ছে কেন্দ্র। বৃহস্পতিবার এই নিয়ে ট্যুইটও করেছেন তিনি। লিখেছেন, মনরেগা নিয়ে উদ্দেশ্যপ্রণোদিতভাবে অপপ্রচার চালানো হচ্ছে। ছড়ানো হচ্ছে ভুল তথ্য। তীব্র আন্দোলন এবং বিস্তারিত প্রকৃত তথ্য-সহ যাবতীয় হিসেব পেশ করা সত্ত্বেও কেন্দ্র আটকে রাখা টাকা দিচ্ছে না। উল্টে জনগণকে বিভ্রান্ত করে বোকা বানানোর লক্ষ্যে ছড়ানো হচ্ছে বিভ্রান্তিকর তথ্য। উদ্দেশ্য, রাজ্যকে কলুষিত করা। মুখ্যমন্ত্রীর স্পষ্ট কথা, এই অর্থ আমাদের প্রাপ্য এবং অবশ্যই প্রয়োজন। এই টাকা আমাদের ন্যায্য অধিকার। লজ্জার কথা, এখানে-ওখানে মিথ্যা তথ্য ছড়িয়েও কেন্দ্র অন্যায্যভাবে বঞ্চিত করে চলেছে আমাদের। চলতি মাসেই ২৩ নভেম্বর নেতাজি ইনডোরের দলীয় সভা থেকে বঞ্চনার বিরুদ্ধে পরবর্তী আন্দোলন কর্মসূচি ঘোষণা করবেন মুখ্যমন্ত্রী (Mamata Banerjee)।

আরও পড়ুন- নিন্দা নয়, হাততালি প্রাপ্য, সমালোচনা নয়, প্রশংসা করুন

Latest article