‘হাতি তার পথে চলতে থাকে, কুকুর ঘেউ ঘেউ করতে থাকে’ অজয় মিশ্রর বক্তব্য ঘিরে প্রতিবাদ তৃণমূল কংগ্রেসের

গত বছরের ৩ অক্টোবর, উত্তরপ্রদেশের লখিমপুর খেরিতে কেন্দ্রীয় মন্ত্রীর পুত্র আশিস মিশ্রের গাড়ির ধাক্কায় চার কৃষক সহ আটজন প্রাণ হারান।

Must read

গত বছরের ৩ অক্টোবর, উত্তরপ্রদেশের লখিমপুর খেরিতে কেন্দ্রীয় মন্ত্রীর পুত্র আশিস মিশ্রের গাড়ির ধাক্কায় চার কৃষক সহ আটজন প্রাণ হারান। এর ঘটনায় এর মুহূর্তে জেলে রয়েছেন অজয় ​​মিশ্রের পুত্র।

সোমবার দিল্লির যন্তরমন্তরে কৃষকদের মহাপঞ্চায়েত হয়েছে। মঙ্গলবার কৃষক নেতা রাকেশ টিকাইতকে আক্রমণ করলেন কেন্দ্রীয় মন্ত্রী অজয় ​​মিশ্র টেনি। কটাক্ষ করেই তিনি টিকাইত-কে তিনি ‘দো কড়ি কা আদমি’ বা দু-পয়সার মানুষ বলে ‘অপমান’ করেন। লখিমপুর খেরিতে এই অজয় মিশ্রের ছেলে আশিষ মিশ্রের গাড়িই পিষে দিয়েছিল বেশ কয়েকজন আন্দোলনরত কৃষককে।

আরও পড়ুন-২ কোটির বেশি খরচে বিজেপির প্রশিক্ষণ শিবির

আন্দোলনকারী কৃষকদের ‘কুকুরের ঘেউ ঘেউ’ বলেও বিতর্কিত মন্তব্য করেন মোদীর মন্ত্রীসভার সদস্য অজয় ​​মিশ্র। মঙ্গলবার সকালে, বিজেপি কর্মীদের সামনে রেখে কেন্দ্রীয় মন্ত্রী অজয় ​​মিশ্র জানান, ‘মনে করুন, আমি গাড়িতে করে লখনউ যাচ্ছি এবং এটি ভাল গতিতে যাচ্ছে। এসময় কুকুর ঘেউ ঘেউ করছে। তারা রাস্তার ধারে থেকে ঘেউ ঘেউ করছে বা গাড়ি তাড়া করছে। এটা তাদের স্বভাব। সে সম্পর্কে আমি কিছু বলব না। এটা আমাদের স্বভাব নয়। বিষয়বস্তুই নিজেদের প্রকাশ করবে।’ তার এই বক্তব্যের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায় মুহূর্তের মধ্যে।

আরও পড়ুন-জোর করে পঞ্চায়েতে ভোট নয় : অভিষেক

ওই ভিডিওতে ঔদ্ধত্য নিয়েই অজয় ​​মিশ্র বলেন, ‘পৃথিবীর কেউ আপনাকে নিরাশ করতে পারবে না। যতই রাকেশ টিকাইত আসুক না কেন। আমি তাকে খুব ভালো করেই চিনি, ‘দো কড়ি কা আদমি হ্যায়’। সে দুটি নির্বাচন লড়েছে এবং তার জামানত জব্দ হয়েছে। একজন ব্যক্তি প্রতিবাদ করলে আমি সাড়া দিই না।’ লখিমপুর খেরিতে সমর্থকদের সামনে নিজেকে ‘অপরাজেয়’ বলেন অজয় ​​মিশ্র। নিজেকে একজন ‘যোদ্ধা’ অভিহিত করে তিনি বলেন, ‘আমাকে কিভাবে পরাজিত করা যায় তা বের করুন। হাতি তার পথে চলতে থাকে, কুকুর ঘেউ ঘেউ করতে থাকে।’

আরও পড়ুন-প্রয়াত সাংবাদিক স্বর্ণেন্দু দাস, শোক প্রকাশ মুখ্যমন্ত্রীর

দীর্ঘদিন ধরে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী অজয় মিশ্রকে মন্ত্রীসভা থেকে বরখাস্ত এবং অভিযুক্ত আশিস মিশ্রকে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে কৃষকেরা সরব। গত ১৮ আগস্ট, কৃষক সংগঠনের পক্ষ থেকে লখিমপুর খেরিতে ৭২ ঘন্টা বিক্ষোভ দেখানো হয়। এই ঘটনার জেরে খুব বিরক্ত মন্ত্রী অজয় মিশ্র বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল।

আরও পড়ুন-গোলামগিরির নজির: অমিত শাহর জুতো বইলেন তেলেঙ্গানার বিজেপি সভাপতি!

তার এই উক্তি ভাইটাল হওয়ার পরেই প্রতিবাদে সরব হয়েছে রাজনৈতিক মহল। প্রতিবাদ করেছে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস। টুইট করে প্রতিবাদ জানিয়ে লেখা হয়, ‘পিএম @নরেন্দ্রমোদি এটা কি তোমার অমৃত কাল? @ajaymishrteni আমাদের কৃষকদের ‘কুকুর’ বলার সাহস কি করে হয়। আপনার সরকারের চরম ব্যর্থতার কারণে তারা প্রতিবাদ করতে বাধ্য হয়েছে। আমাদের কৃষকদের এই অসম্মান গ্রহণযোগ্য নয়। প্রধানমন্ত্রী মোদী, আপনার মন্ত্রীকে অবশ্যই জবাবদিহি করতে হবে।’

 

Latest article