নবনীতা মণ্ডল, নয়াদিল্লি : তৃণমূল কংগ্রেসের আশঙ্কাই সত্যি হল। পাঁচ রাজ্যের ভোট মিটতেই বাড়ানো হল পেট্রোপণ্য-সহ রান্নার গ্যাসের দাম। জ্বালানির মূল্যবৃদ্ধির প্রতিবাদে মঙ্গলবার সংসদে সরব হন তৃণমূল কংগ্রেসের সদস্যরা। রাজ্যসভায় এই ইস্যুতে আলোচনা চেয়ে সাসপেনশন অফ বিজনেস নোটিশ দেন তৃণমূল সাংসদ দোলা সেন।
আরও পড়ুন-‘জিন্দেগি কা নাম দোস্তি, দোস্তি কা নাম জিন্দেগি’, আমার বিরুদ্ধে দুর্নীতি নেই
তৃণমূলের দাবিকে সমর্থন করে কংগ্রেস-সহ অন্যান্য বিরোধী দলের নেতারাও এই নিয়ে আলোচনার দাবি জানান। জিরো আওয়ারে জ্বালানি নিয়ে আলোচনার দাবি খারিজ করে দেন রাজ্যসভার চেয়ারম্যান। এর প্রতিবাদে একযোগে ওয়াকআউট করেন তৃণমূল কংগ্রেস, কংগ্রেস ও অন্যান্য বিরোধীরা। কেন্দ্রের সিদ্ধান্তের বিরোধিতা করে প্ল্যাকার্ড হাতে সংসদে বিক্ষোভ দেখান তৃণমূলের রাজ্যসভার সাংসদ ডাঃ শান্তনু সেন, দোলা সেন, মৌসম বেনজির নুর, সুস্মিতা দেব, আবিররঞ্জন বিশ্বাস, লুইজিনহো ফালেরিও প্রমুখ। তৃণমূল সাংসদ দোলা সেনের বক্তব্য, শুধুমাত্র পেট্রোল, ডিজেল ও রান্নার গ্যাসই নয়, গত ১০ দিনে প্রায় ২০০ শতাংশ বেড়েছে কেরোসিনের দাম।
আরও পড়ুন-ফের রানওয়েতে ফাটল
একদিকে রান্নার গ্যাসের দাম ৫০ টাকা বেড়ে প্রায় হাজার টাকা ছুঁই ছুঁই। অন্যদিকে কেরোসিনের দাম একধাক্কায় ২০ টাকা বাড়ানো হয়েছে। পাঁচ রাজ্যে ভোট মেটার অপেক্ষা করছিল মোদি সরকার। আমরা তখনই সতর্ক করেছিলাম। জ্বালানি আগুন, তাই আলোচনা চেয়ে ২৬৭ নম্বর ধারায় সংসদে নোটিশ দেওয়া হয়। কিন্তু চেয়ারম্যান সেই নোটিশ গ্রহণ করেননি। ভোট মিটতেই বিজেপির এই জনবিরোধী নির্লজ্জ আচরণের প্রতিবাদ করবে তৃণমূল। তৃণমূলের সুরেই এদিন সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব বলেন, জনগণের জন্য আর একটি মূল্যস্ফীতির উপহার দিল এই বিজেপি সরকার। রাজ্যসভার বিরোধী দলনেতা তথা কংগ্রেস সাংসদ মল্লিকার্জুন খাড়গে বলেন, মোদি সরকারের কাছে সাম্প্রদায়িকতা এবং ঘৃণাই একমাত্র সহজলভ্য বস্তু। আর বাকি সবই মহার্ঘ।