নয়াদিল্লি : রাজ্যসভায় উপস্থিতি নিয়ে সংবাদমাধ্যমে বিতর্কিত মন্তব্য করার জেরে সুপ্রিম কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি রঞ্জন গগৈয়ের বিরুদ্ধে স্বাধিকারভঙ্গের নোটিশ আনল তৃণমূল কংগ্রেস সহ অন্যান্য বিরোধী দল৷ তৃণমূলের অভিযোগ, প্রাক্তন প্রধান বিচারপতির মন্তব্যে সংসদের অবমাননা হয়েছে৷ সোমবার রাজ্যসভায় তৃণমূলের দুই সাংসদ জহর সরকার ও মৌসম বেনজির নুর স্বাধিকারভঙ্গের নোটিশ আনেন৷ একইসঙ্গে রঞ্জন গগৈয়ের মন্তব্যের প্রতিবাদ জানিয়ে তাঁরা সংসদের এথিক্স কমিটির কাছেও চিঠি লেখেন৷
আরও পড়ুন : তীব্র দূষণ, জলবায়ুর পরিবর্তন রোধ কীভাবে? প্রশ্ন অভিষেকের
তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে রাজ্যসভার সেক্রেটারি জেনারেল পি সি মোদিকে দেওয়া চিঠিতে বলা হয়েছে, গত ৯ ডিসেম্বর একটি টিভি চ্যানেলে দেশের প্রাক্তন প্রধান বিচারপতি রঞ্জন গগৈ এমন কিছু মন্তব্য করেছেন যা সংসদের উচ্চকক্ষের চূড়ান্ত অবমাননা৷ জানা গিয়েছে, একটি সর্বভারতীয় চ্যানেলে কার্যত তাচ্ছিল্যের সুরে গগৈ মন্তব্য করেন, ‘‘আমি রাষ্ট্রপতি দ্বারা মনোনীত রাজ্যসভার সাংসদ৷ আমার যখন মনে হয় তখনই আমি রাজ্যসভায় যাই৷ আমি মনোনীত সদস্য, তাই রাজনৈতিক প্রতিনিধিদের নির্দেশ আমার ক্ষেত্রে প্রযোজ্য নয়৷’’ এই মন্তব্যের প্রতিবাদ জানিয়েছে তৃণমূল৷ কংগ্রেসের পক্ষ থেকে সাংসদ জয়রাম রমেশ বলেন, এটা সংসদের অবমাননা৷ কারণ, পরিসংখ্যান বলছে, গগৈয়ের উপস্থিতির হার ১০ শতাংশেরও কম৷ তৃণমূল ও কংগ্রেসের এই বক্তব্যকে সমর্থন জানিয়েছে সমাজবাদী পার্টি, ডিএমকে, আম আদমি পার্টি ও শিবসেনা৷ প্রসঙ্গত, রঞ্জন গগৈ ৬৮ দিনের মধ্যে মাত্র ৬ দিন রাজ্যসভায় অংশ নিয়েছেন৷ বিরোধীদের আরও অভিযোগ, মিডিয়ায় গগৈ বলেছেন, রাজ্যসভায় আছেটা কী? আমি রাজ্যসভা থেকে একটাকা বেতনও নিই না৷ আমি যদি কোনও ট্রাইব্যুনালের চেয়ারম্যান থাকতাম তাহলে সেখানে অনেক বেশি বেতন হত৷