আমি মুখ্যমন্ত্রী হলে ৬ মাসের মধ্যে সব বদলে দেব। বিজেপির শাখা সংগঠনের অনুষ্ঠানে এসে শুক্রবার রাজ্য সরকারের বিরুদ্ধে তোপ দাগেন বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী। এই মন্তব্যের পরই তাঁকে পাল্টা কড়া জবাব দিয়ে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেন, ওঁর বিরুদ্ধে একাধিক আর্থিক দুর্নীতির অভিযোগ আছে। উনি সারদার সুবিধাভোগী। অ্যালকেমিস্টের ব্র্যান্ড অ্যাম্বাসাডার। গ্রেফতারি বাঁচাতে রাজ্যসভায় ইস্তফা দিয়ে বিজেপিতে গিয়েছেন। আর এখন কথা বলা পুতুলের মতো বাংলায় এসে বিজেপির শেখানো বুলি আওড়াচ্ছেন। তৃণমূল ও মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কুৎসা করছেন। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় ওঁকে রাজ্যসভায় পাঠিয়েছিলেন। তখন উনি বলেছিলেন, আমার বোন যে সম্মান দিয়েছে তা সারা জীবন মনে রাখব। উনি বাংলায় ভাল কিছু দেখতে পাচ্ছেন না। অথচ বাংলার দুয়ারে সরকার প্রকল্প গোটা দেশের মধ্যে সেরার সম্মান পেয়েছে। তৃণমূল মুখপাত্র আরও বলেন, উনি অভিনেতা হিসেবে শ্রদ্ধেয়। কিন্তু তাঁর মতো বিশ্বাসঘাতক নেই। উনি মুখ্যমন্ত্রী হতে চাইছেন। মানে তো দিলীপ ঘোষ, শুভেন্দু অধিকারীদের মাথা চাপড়াতে হবে। তবে ইচ্ছে হলে প্রযোজক জোগাড় করে আরও একটা মিনিস্টার ফাটাকেষ্ট বানাতে পারেন।
আরও পড়ুন- গদ্দার নেতার মিথ্যাচারের জবাব তৃণমূলের