এসি বিকল বন্দে ভারতে, গরমে চরম দুর্ভোগ যাত্রীদের

Must read

ফের বিপত্তি বন্দে ভারত এক্সপ্রেসে। এবার হাওড়া-নিউ জলপাইগুড়ি বন্দে ভারত এক্সপ্রেসের এসি বিকল হয়ে চরম দুর্ভোগে পড়লেন যাত্রীরা। শুক্রবার ভোরে হাওড়া থেকে ট্রেন ছাড়ার কিছুক্ষণের মধ্যেই কয়েকটি বগির এসি গোলমাল করতে শুরু করে। যাত্রীরা জানান, প্রথমে সি১০ কামরার এসি বিকল হয়ে যায়। কিছুক্ষণ পরে সি১১ কামরার এসিও গোলমাল করতে শুরু করে। যাত্রীরা প্রচণ্ড গরমে হাঁসফাঁস করতে থাকেন। কার্যত গলদঘর্ম অবস্থা হয় যাত্রীদের। এরই মধ্যে সি২ ও সি৪ বগির এসিতেও সমস্যা দেখা যায়। কামারকুণ্ডু স্টেশনে থামিয়ে দিতে হয় ট্রেনটিকে। এসি মেরামত করে ফের কিছুক্ষণ পরে ট্রেনটি এনজেপির উদ্দেশ্যে ছেড়ে যায়। পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র জানান, ‘‘৬টা ৫ মিনিটে ট্রেনটি হাওড়া থেকে ছাড়ার পর কয়েকটি বগিতে এসির সমস্যা হওয়ায় ৬টা ২৬ মিনিটে ট্রেনটিকে কামারকুণ্ডু স্টেশনে থামানো হয়। দ্রুত এসি মেরামত করে মিনিট দশেকের মধ্যেই ফের ট্রেন সেখান থেকে ছাড়ে।’’ এই ঘটনার প্রতিবাদে রেলের পরিষেবা নিয়ে অনেক যাত্রী সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ জানান। কেউ কেউ এই ট্রেন বয়কটেরও ডাক দিয়েছেন। সম্প্রতি পুরী বন্দে ভারত এক্সপ্রেসে বিপত্তির জেরে দুর্ভোগে পড়েন যাত্রীরা। এবার প্রচণ্ড গরমের মধ্যে হাওড়া-এনজেপি বন্দে ভারতেও এই ঘটনা ঘটল।

আরও পড়ুন- মিঠুনকে কড়া জবাব দিল তৃণমূল কংগ্রেস

Latest article