জয় নিশ্চিত সেটা কারোর অজানা নয়। ষড়যন্ত্রের জবাব দিতে ভবানীপুর উপনির্বাচনে দলনেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে রেকর্ড মার্জিন জেতাতে বদ্ধ পরিকর তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। নিয়ম করে তাই আজও এলাকায় প্রচার করেন রাজ্যের মন্ত্রী তথা কলকাতা পুরসভার মুখ্য প্রশাসক ফিরহাদ হাকিম আজ, বুধবার সকালে বৃষ্টি মাথায় নিয়ে চেতলায় নিজের এলাকায় মানুষের দুয়ারে দুয়ারে প্রচার সারেন ফিরহাদ হাকিম। পরমহংসদেব রোড থেকে পিতাম্বর ঘটক লেন পর্যন্ত প্রচার করেন তিনি।
আরও পড়ুন- পরীক্ষামূলক ভাবে শুরু করা হল “দুয়ারে রেশন”, পাইলট প্রকল্পে থাকছে ১৫ শতাংশ ডিলার
প্রচারের মাঝেই তিনি বলেন, ”আমরা মানুষের দরজায় যাব। মানুষ ভোট দেবে। কুত্সা বাংলার মানুষ পছন্দ করেন না। আমার বিরুদ্ধেও কুত্সা করা হয়েছিল। মানুষ তার জবাব দিয়েছেন। ৩০ সেপ্টেম্বর ফের ভবানীপুরের মানুষ জবাব দেবেন। রেকর্ড মার্জিনে জিতবেন মমতা বন্দ্যোপাধ্যায়।” মুখ্যমন্ত্রীর সমর্থনে প্রচারে নামেন সুব্রত মুখোপাধ্যায়ও। নিজের ওয়ার্ডে প্রচার করেন রতন মালাকার।
এদিকে, বুধবার সকালে বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিবরেওয়াল প্রচার করতে নামলে তাঁকে ঘিরে “জয় বাংলা” স্লোগান দিতে থাকেন এলাকার তৃণমূল কর্মী-সমর্থকরা। প্রচার চলাকালীন স্থানীয় এক স্বাস্থ্য কেন্দ্রের সামনে তাঁকে দেখেই “জয় বাংলা” ও মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে স্লেগান দিতে থাকেন তৃণমূলের স্থানীয় সমর্থকরা।
আরও পড়ুন- বিশিষ্ট কথা সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মদিবসে অভিষেকের বিনম্র শ্রদ্ধার্ঘ্য
বিজেপি প্রার্থীকে ঘিরে তৃণমূল কর্মীদের এমন স্লোগান কেন? উত্তরে ফিরহাদ হাকিম বলেন, ”স্লোগান দেওয়া মানুষের গণতান্ত্রিক অধিকার। মানুষ কাকে সমর্থন করবেন, কাকে ভোট দেবেন, কার নামে স্লোগান দেবেন, সেটা তাঁরাই ঠিক করবেন।”