বুলেট ট্রেন নিয়ে খোঁচা তৃণমূলের

দেশের মানুষকে বোকা বানাতে দশ বছর আগে বুলেট ট্রেনের স্বপ্ন দেখিয়েছিল নরেন্দ্র মোদি সরকার। দশ বছর পরে এখনও সেই ‘স্বপ্ন’ অধরাই থেকে গিয়েছে

Must read

প্রতিবেদন: দেশের মানুষকে বোকা বানাতে দশ বছর আগে বুলেট ট্রেনের স্বপ্ন দেখিয়েছিল নরেন্দ্র মোদি সরকার। দশ বছর পরে এখনও সেই ‘স্বপ্ন’ অধরাই থেকে গিয়েছে। লোকসভা ভোটের আবহে আবার বুলেট ট্রেন নিয়ে নতুন ধাপ্পা দিলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। তাঁর দাবি, আগামীদিনে বিদেশে বুলেট ট্রেন সরবরাহ করবে ভারত। রেলমন্ত্রীর এই বক্তব্যের পরই তীব্র প্রতিক্রিয়া রাজনৈতিক মহলে। তৃণমূলের রাজ্যসভার সদস্য সাকেত গোখেল পাল্টা দাবি করেন, যে দেশে এখনও বুলেট ট্রেন তৈরির একটি কারখানাও নেই, সেই দেশ কীভাবে বুলেট ট্রেন রপ্তানি করবে? নির্বাচনের সময় প্রতিশ্রুতির মোড়কে ফের মানুষকে বোকা বানানো হচ্ছে বলে সরব তৃণমূল কংগ্রেস।

আরও পড়ুন-কোভিশিল্ডে পার্শ্বপ্রতিক্রিয়া: এবার শুরু নতুন বিতর্ক

প্রসঙ্গত, মহারাষ্ট্রে ‘বিকশিত ভারত বিকশিত মুম্বই’ অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব দাবি করেন ভবিষ্যতে ভারত থেকে বুলেট ট্রেন রপ্তানি করা হবে। এরপরই এই অবাস্তব দাবির যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলে সাকেত গোখেল কটাক্ষ করেন, ভারতের একটিও বুলেট ট্রেনের কারখানা অথবা একটিও বুলেট ট্রেনের চলতি রুট নেই। মার্চ মাসেই মোদি সরকার সিদ্ধান্ত নিয়েছে জাপান থেকে টোয়েন্টি ফোর ই ফাইভ শিংকানসেন বুলেট ট্রেন কেনার। তার দাম কত? ৮০০০ কোটি টাকা। তথ্য পেশ করে কেন্দ্রীয় রেলমন্ত্রীর মিথ্যার পর্দাফাঁস করেন তৃণমূল সাংসদ। সোশ্যাল মিডিয়ায় তিনি দাবি করেন, মুম্বইতে যেখানে সাধারণ মানুষ ভিড়ে ঠাসা লোকাল ট্রেনের দরজায় ঝোলে এবং দৈনন্দিন যাত্রার জন্য ঝুঁকি নিয়ে চলে, সেখানে বুলেট ট্রেনের মিথ্যা দাবি বাদ দিন, মোদি সরকার রেলকে নামিয়ে এনেছে দুঃস্বপ্নে।

Latest article