প্রতিবেদন : ভাঙড়ে শান্তি ফিরিয়ে আনতে পথে নামছে তৃণমূল। সেই লক্ষ্যে ১৮ ফেব্রুয়ারি এক সমাবেশের আয়োজন করা হয়েছে। বুধবার থেকেই শান্তিপ্রক্রিয়া শুরু হয়ে যাচ্ছে। রাজ্য সরকারের চেষ্টায় ভাঙড় এখন আপাতত শান্ত। তবু আইএসএফ সহ বিরোধী দলগুলো সেখানে সভা-সমিতি করে উত্তেজনা জিইয়ে রাখতে চাইছে। ভাঙড়ের কাছে লাউহাটিতে সম্প্রতি সভা করেছে সিপিএম। রাজনৈতিকভাবে তারই মোকাবিলায় নামছে তৃণমূল কংগ্রেস।
আরও পড়ুন-লন্ডভন্ড নিউজিল্যান্ড
আরাবুল ইসলামের নেতৃত্বে ১৮ ফেব্রুয়ারি সেখানে সমাবেশ করতে চলেছে তৃণমূল। দক্ষিণ ২৪ পরগনার ওই সমাবেশে কলকাতা ও উত্তর ২৪ পরগনা থেকেও যোগ দেবে তৃণমূল নেতৃত্ব। উত্তর ২৪ পরগনা জেলা তৃণমূল সভাপতি নির্মল ঘোষ জানান, সমাবেশের মূল আয়োজক দক্ষিণ ২৪ পরগনাই। তবে সেখানে জ্যোতিপ্রিয় মল্লিক-সহ অন্য রাজ্য নেতৃত্ব থাকবেন। এদিকে মঙ্গলবার ফের কলকাতায় অস্থিরতা তৈরির চেষ্টা করে আইএসএফ। মৌলালি থেকে ধর্মতলা পর্যন্ত মিছিল বের করে সিপিএমকে সঙ্গে নিয়ে। ধৃত আইএসএফ বিধায়ক নৌশাদ সিদ্দিকির মুক্তির দাবিতে এই ছোট্ট মিছিল। মোটেই লোকজন জোগাড় করতে পারেনি তারা। পুলিশের কড়া নজরদারির ফলে অশান্তি বাধানোর চক্রান্তও ভেস্তে যায়।