মণিপুর (Manipur) ইস্যুতে রাষ্ট্রসংঘে মুখ পুড়ল মোদি সরকারের। লাগাতার চলছে হিংসা। বিজেপি রাজ্যে সেনা নামিয়েও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না। মানবাধিকার লঙ্ঘনের অসংখ্য ঘটনা ঘটেছে তবু রাজ্য ও কেন্দ্রের বিজেপি প্রশাসন নীরব ভূমিকা পালন করছে। এখনও বিক্ষিপ্ত হিংসা চলছে মণিপুরের বিভিন্ন জায়গায়। মেইতেই ও কুকিদের সংঘর্ষে অসংখ্য প্রাণহানি ঘটছে। এবার মণিপুরে ‘মানবাধিকার লঙ্ঘন’ ও সরকারের নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে মোদি সরকারকে তোপ দাগল রাষ্ট্রসংঘ। আন্তর্জাতিক স্তরে চাপের মুখে পাল্টা এই রিপোর্টকে ‘বিভ্রান্তিকর’ বলে দাবি করেছে নয়াদিল্লি। কেন্দ্রের দাবি, পূর্ববর্তী ধারণার বশবর্তী হয়ে রিপোর্ট পেশ হয়েছে।
আরও পড়ুন-সংসদের বিশেষ অধিবেশন পুরনো ভবনে শুরু, একদিন পর যাবে নতুন ভবনে
এই অবস্থায় টুইটবার্তায় সরব হল সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস। টুইট লেখা হয়, “মণিপুরে শারীরিক ও যৌন হিংস্রতা নিয়ে ভারত সরকারের আপাত ধীর এবং অপর্যাপ্ত প্রতিক্রিয়া সম্পর্কে আমাদের গুরুতর উদ্বেগ রয়েছে। রাষ্ট্রসংঘ ডাবল ইঞ্জিনের এই অবহেলা এবং অযোগ্যতার মুখোশ উন্মোচন করেছেন। একটি সরকার তার নৈতিকতা ত্যাগ করেছে, মণিপুরের জনগণকে ভোগান্তিতে ফেলেছে। এই অবস্থায় তাদের ক্ষমতায় থাকার অধিকার নেই!’
“We have serious concerns about the apparent slow and inadequate response by the Government of India, including law enforcement, to stem physical and sexual violence and hate speech in Manipur.”
UN Human Rights experts have unmasked the cold-hearted negligence and incompetence…
— All India Trinamool Congress (@AITCofficial) September 6, 2023