সংসদের বিশেষ অধিবেশন পুরনো ভবনে শুরু, একদিন পর যাবে নতুন ভবনে

শনিবার, লোকসভা এবং রাজ্যসভা সচিবালয় তরফে জানা গিয়েছে, সংসদের উভয় কক্ষের একটি অধিবেশন অনুষ্ঠিত হবে প্রশ্নোত্তর পর্ব ছাড়াই

Must read

১৮ই সেপ্টেম্বর থেকে সংসদের (Parliament) বিশেষ অধিবেশন শুরু হবে, কিন্তু নতুন ভবনে নয়, হবে পুরনো ভবনে। ১৯শে সেপ্টেম্বর, গণেশ চতুর্থী উপলক্ষে, সংসদীয় কার্যক্রম নতুন সংসদ ভবনে স্থানান্তরিত হবে বলে জানা গিয়েছে। এই বছরের ২৮শে মে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই নতুন ভবনের উদ্বোধন করেছিলেন।

আরও পড়ুন-সভাপতি দেবাংশু, তৈরি হল ৩৭ জনের আইটি সেল

শনিবার, লোকসভা এবং রাজ্যসভা সচিবালয় তরফে জানা গিয়েছে, সংসদের উভয় কক্ষের একটি অধিবেশন অনুষ্ঠিত হবে প্রশ্নোত্তর পর্ব ছাড়াই। অধিবেশনে পাঁচটি বৈঠক হবে এবং সদস্যদের অস্থায়ী দিনক্ষণ সম্পর্কে আলাদাভাবে অবহিত করা হবে। সংসদের বিশেষ অধিবেশনে ন’টি বিষয়ের কথা জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখেছেন কংগ্রেসের সংসদীয় কমিটির প্রধান সোনিয়া গান্ধী। সেখানে রয়েছে মুদ্রাস্ফীতি, আদানি গ্রুপ নিয়ে অভিযোগ, বেকারত্ব, মণিপুর ও অন্যান্য বেশ কিছু বিষয়।
বৃহস্পতিবার, ১৮ থেকে ২২ শে সেপ্টেম্বর পর্যন্ত পার্লামেন্টের “বিশেষ অধিবেশন” ঘোষণা করেছিলেন সংসদীয় বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ জোশী। যদিও তিনি কোন কারণ প্রকাশ্যে আনেন নি এবং এই নিয়ে রাজনৈতিক মহলে জল্পনা তুঙ্গে।

আরও পড়ুন-রাষ্ট্রনেতাদের সম্মানে রাষ্ট্রপতির নৈশভোজে যোগ দেবেন মুখ্যমন্ত্রী

সাধারণত বছরে তিনটি সংসদীয় অধিবেশন হয় – বাজেট, বর্ষা ও শীতকালীন অধিবেশন। বোঝাই যাচ্ছে যে সরকার একযোগে নির্বাচন করার জন্য একটি উচ্চ-পর্যায়ের কমিটি গঠন করছে। বিশেষ অধিবেশনটি বর্তমান লোকসভার শেষ হতে পারে বলে মনে করা হচ্ছে। সংসদ সদস্যদের একটি গ্রুপ ছবির জন্য ব্যবস্থা করা হচ্ছে। নতুন ভবনে স্থানান্তরিত করার কারণে এই ব্যবস্থা বলেই মনে করা হচ্ছে।

Latest article