প্রতিবেদন : গোয়ার ১৯ বছরের সিদ্ধি নায়েকের রহস্যমৃত্যু নিয়ে অবিলম্বে হস্তক্ষেপের দাবি জানালন গোয়ার মহিলা তৃণমূল নেতৃত্ব। সোমবার স্বাতী কেরকার, প্রতিভা বোরকার ও আভিতা বান্দোতকারের তিন সদস্যের মহিলাদের একটি প্রতিনিধি দল গোয়ার মহিলা কমিশনের চেয়ারপার্সনকে স্মারকলিপি দেন।
চলতি বছরের আগস্টে গোয়ায় ১৯ বছরে অকাল প্রয়াত সিদ্ধি নায়েকের মৃত্যু নিয়ে হইচই হলেও এখনও এই ঘটনার কিনারা হয়নি। প্রয়াত সিদ্ধির বাবা-মা গোয়া প্রশাসনের দরজায় দরজায় ঘুরলেও এখনও তাদের মেয়ের মৃত্যুর প্রকৃত কারণ জানতে পারেন নি।
আরও পড়ুন : ছটপুজোয় বিকল্প ব্যবস্থা পুরসভার, ভিড় রুখতে অস্থায়ী ঘাট
তৃণমূল কংগ্রেসের এক প্রতিনিধি দল সিদ্ধির বাড়িতে গিয়ে তাঁর বাবা-মায়ের সঙ্গে দেখা করেছিল আগেই। তখনই তাঁরা জানিয়েছিলেন, গোয়ার পুলিশ -প্রশাসন কোনওভাবেই তাঁদের মেয়ের মৃত্যুর তদন্ত সঠিক ভাবে করেনি। বিজেপির মুখ্যমন্ত্রী সহ একাধিক নেতা-মন্ত্রীরা এই মৃত্যু রহস্যের কিনারা করবেন বলে কথা দিলেও তারা কিছুই করেননি। তাই গোয়ার মহিলা কমিশনের হস্তক্ষেপ দাবি করা হল।
যতদিন দিন যাচ্ছে বিজেপি সরকারের আমলে গোয়ার অনুন্নয়নের ছবিটা স্পষ্ট হচ্ছে। শহর-শহতলি-গ্রাম সবজায়গাতেই ছবিটা এক। কোথাও রাস্তা ভাঙা কোথাও রাস্তায় পিচ উঠে গেছে, খানা খন্দে ভর্তি রাস্তা। প্রতিদিন প্রাণ হাতে করে চকাফেরা করছেন গোয়াবাসী। অহরহ ঘটছে দুর্ঘটনা। ভ্রূক্ষেপ সরকারের। এই অবস্থায় গোয়া সরকারের অনুন্নয়ন নিয়ে সরব তৃনমুল কংগ্রেস