প্রতিবেদন : আজ শুক্রবার পূর্ব মেদিনীপুরে জোড়া সভা করবে তৃণমূল কংগ্রেস (TMC- Purba Medinipur)। একটি শ্রমিক সভা। অন্যটি বিশেষ রাজনৈতিক সভা (চলো গ্রামে যাই)। প্রথম সভাটি হবে বেলা ১২টায় হলদিয়ার এক্সাইড ইন্ডাস্ট্রির গেটে। দ্বিতীয় সভাটি হবে নন্দীগ্রামের সাউদখালির মানসা বাজারে। হলদিয়ার শ্রমিক সভায় ১৩ জন শ্রমিককে পুনর্বহালের দাবি সহ একগুচ্ছ ঘোষণা থাকছে। এছাড়াও শ্রমিকস্বার্থে রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কাজগুলিকেও তুলে ধরবেন তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। নন্দীগ্রামের মানসা বাজারের এসএসকে মাঠের সভা ঘিরে এখানকার তৃণমূল নেতা-কর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা তুঙ্গে। এই সভাতেও থাকছে একাধিক চমক। দিনদুয়েক আগেই তৃণমূল কংগ্রেসের (TMC- Purba Medinipur) রাজ্য সাধারণ সম্পাদক ও মুখপাত্র কুণাল ঘোষ হলদিয়ায় নিজের নতুন আস্তানায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই সভার কথা ঘোষণা করেছিলেন। তিনি নিজেও আজকের দুটি সভাতেই উপস্থিত থাকবেন।
আরও পড়ুন-হামলার নাটক সাজাতে ব্যর্থ কেন্দ্রীয় মন্ত্রী
বৃহস্পতিবার নন্দীগ্রাম ১ নং ব্লক তৃণমূল সভাপতি বাপ্পাদিত্যা গর্গ সভার প্রস্তুতি নিয়ে প্রচণ্ড ব্যস্ততার ফাঁকেই বললেন, নন্দীগ্রাম প্রস্তুত। সিনিয়র লিডারদের পাশে নিয়েই আমরা সবটা করছি। তাঁরা পরামর্শ দিচ্ছেন। নন্দীগ্রামের মানুষের যে কী পরিমাণ ক্ষোভ শুভেন্দু ও বিজেপির বিরুদ্ধে রয়েছে তা বলার নয়। এ তো সবে শুরু। আগামী দিনে দেখুন না আরও কী কী হয়।
সৌমেন মহাপাত্র, পীযূষ ভুঁইয়া, শেখ সুফিয়ান, স্বদেশ দাস সহ জেলার সর্বস্তরের নেতা-কর্মী-সমর্থকরা উপস্থিত হবেন নন্দীগ্রামের মেগা সভায়। হলদিয়ায় এক্সাইড ইন্ডাস্ট্রি গেটের সভায় থাকবেন আইএনটিটিইউসির সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, এসডিএর চেয়ারম্যান জ্যোতির্ময় কর সহ অন্যান্য শ্রমিক নেতৃত্ব।