রিতিশা সরকার, দার্জিলিং : পাহাড়জুড়ে উড়ছে জোড়াফুলের পতাকা। নির্বাচনের প্রচার যেন উৎসব। উৎসাহী পাহাড়বাসী। ভোটের আয়োজনের তৎপরতা চোখে পড়ার মতো। বৃহস্পতিবার সকালে প্রচার মিছিলকে ঘিরে এমনই উচ্ছ্বাস দেখা গেল পাহাড়ের সাধারণ মানুষের মধ্যেও। বিপুল উন্নয়ন যে এই উচ্ছ্বাসের কারণ তা প্রমাণিত হল।
আরও পড়ুন-শেষবেলার ম্যারাথন প্রচারে মাতালেন কৌশানি, সোহম
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরেই পাহাড়ে এসে উন্নয়ন। বদলে গিয়েছে রাস্তাঘাট। দুর্গম পাহাড়ে চালু হয়েছে উন্নত স্বাস্থ্য পরিষেবা। নির্বাচনের আগে প্রচারেই তাই মিলেছে মানুষের বিপুল সমর্থন। বৃহস্পতিবার ১৩ নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থীর প্রচারে র্যালি হয় আলু বস্তি এলাকায়। পাহাড়ের আঁকাবাঁকা পথ পেরিয়ে প্রচার মিছিল এগিয়ে যায়। মিছিলের পুরোভাগে ছিলেন অবজারভার অলক চক্রবর্তী, তৃণমূল কংগ্রেসের শিক্ষক নেতা সুপ্রকাশ রায়। এছাড়াও প্রতিটি র্যালিতে পা মিলিয়েছেন শিলিগুড়ি পুর নির্বাচনে সদ্য জয়ী পাঁচ মহিলা কাউন্সিলর।
আরও পড়ুন-শ্রাবন্তীর রোড শোয়ে জনজোয়ার
অলোক চক্রবর্তী বলেন, ‘‘পাহাড় জুড়ে উড়ছে জোড়া ফুলের পতাকা। প্রচারে মিলেছে সমর্থন।’’ এদিনই র্যালি হয়। এলাকার উন্নয়ন নিয়ে হয় বৈঠকও। এরপর একটি কর্মিসভায় অলক চক্রবর্তী ফোন করেন মন্ত্রী গোলাম রাব্বানীকে। এলাকার সমস্যার কথা জানান। মন্ত্রী তখন ফোনে। মাইক্রোফোন হাতে নিয়ে এলাকার উন্নয়ন বিষেয় মন্ত্রীর কথা শোনান এলাকার বাসিন্দাদের। এরপর দার্জিলিং পুলিশ লাইন ডালি এলাকার দুই নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস প্রার্থী সঞ্জয় গুরুংয়ের প্রচারে র্যালি হয়। পুর নির্বাচনের অবজারভার অলক চক্রবর্তী, তৃণমূল নেতা বিনয় তামাং প্রার্থীকে সঙ্গে নিয়ে এই র্যালিতে পা মেলান। সঙ্গে ছিলেন অসংখ্য পাহাড়বাসী। বাড়ির জানালা থেকে হাত নেড়ে তৃণমূল প্রার্থীকে সমর্থন জানান অনেকে।