উৎসবের আমেজে ভোট হবে: অরূপ

ফালাকাটা সদ্য পুরসভার তকমা পেয়েছ। এবারে প্রথম নির্বাচন। নব্য হলেও উন্নয়ন হয়েছে প্রচুর। নির্বাচনের ময়দানে দূরদূরান্তে দেখা মেলেনি বিরোধীদের।

Must read

ব্যুরো রিপোর্ট : উৎসবের মেজাজে সুষ্ঠুভাবে হবে ভোট। দলীয় কর্মীদের নিয়ে বৈঠকে এই বার্তাই দিলেন মন্ত্রী অরূপ বিশ্বাস। বুধবার রাতে ফালাকাটা পুরসভার ১৮টি ওয়ার্ডের দলীয় প্রার্থীদের নিয়ে এক আলোচনায় বসেন ফালাকাটা পুরসভার বিশেষ পর্যবেক্ষক মন্ত্রী অরূপ বিশ্বাস। ছিলেন আলিপুরদুয়ারের জেলা তৃণমূল সভাপতি সহ সকল নেতৃত্ব। ফালাকাটা সদ্য পুরসভার তকমা পেয়েছ। এবারে প্রথম নির্বাচন। নব্য হলেও উন্নয়ন হয়েছে প্রচুর। নির্বাচনের ময়দানে দূরদূরান্তে দেখা মেলেনি বিরোধীদের।

আরও পড়ুন-পাহাড়ে ফুটবে জোড়া ফুল

মানুষ যে তৃণমূল কংগ্রেসেই আস্থা রাখছেন তা আর বলার অপেক্ষা রাখে না। ফালাকাটায় বৈঠক সেরে বৃহস্পতিবার সকালে মাল পুরসভা এবং ময়নাগুড়ি পুরসভা দুটি এলাকাতেই দলীয় প্রার্থী দের সমর্থনে র‍্যালি করেন মন্ত্রী অরূপ বিশ্বাস। এদিন প্রথমে মাল পুরসভার ১৫টি ওয়ার্ডের তৃণমূলের প্রার্থীদের সঙ্গে নিয়ে বালাজি মন্দিরে পুজো দেন তিনি। এরপর দলীয় প্রার্থীদের নিয়ে মাল পুর এলাকার প্রায় সবক’টি এলাকায় র‍্যালি করেন রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাস।

এদিনের এই কর্মসূচিতে তাঁর সঙ্গে ছিলেন রাজ্যের আরেক মন্ত্রী বুলু চিক বড়াইক। এছাড়াও ছিলেন জেলা সভাপতি মহুয়া গোপ, সহ অন্যান্য জেলা নেতৃত্ব। সেখান থেকে তিনি চলে আসেন ময়নাগুড়িতে। এখানেও তিনি প্রথমে ময়নাগুড়ি ময়নামাতা কালীবাড়িতে ১৭ জন প্রার্থীদের নিয়ে পুজো দেন। পরে তিনি গোটা ময়নাগুড়ি পুর এলাকায় র‍্যালি করেন।

Latest article