সংবাদদাতা, মালদহ : মাদ্রাসা নির্বাচনে বিপুল ভোটে জয়লাভ করলেন তৃণমূল (Madrasa- TMC) কংগ্রেসের প্রার্থীরা। মালদহের রতুয়া ১ নং ব্লকের সামসি অঞ্চলের ভগবানপুর হাই মাদ্রাসার পরিচালন সমিতির নির্বাচনে ছ’টি আসনেই বিপুল মার্জিনে জয়লাভ করেছেন তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা। জয়ী প্রার্থীরা হলেন এজাবুল, নুরুল ইসলাম, মাসিদুর, রফিকুল ইসলাম, হবিবুর ও নাজমা। নিকটতম সিপিএম-কংগ্রেস জোট প্রার্থীদের পরাজিত করে সবক’টি আসন ছিনিয়ে নেয় তারা। মাদ্রাসার (Madrasa- TMC) প্রধান শিক্ষক বদরুদ্দোজা জানিয়েছেন, মোট ১০১৯টি ভোট পোল হয়েছিল। সবক’টি আসনেই তৃণমূল প্রার্থীরা জয়ী হয়েছেন। উল্লেখ্য, এই মাদ্রাসার নির্বাচনের শুরু থেকেই টানটান উত্তেজনা ছিল। সিপিএম ও কংগ্রেস জোট-সহ মিম দলের তরফ থেকেও অভিভাবক নির্বাচনে প্রার্থী দেওয়া হয়। কিন্তু মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের পক্ষেই রায় দিয়েছেন। রতুয়ার বিধায়ক সমর মুখোপাধ্যায় ও মালতীপুরের বিধায়ক আবদুর রহিম বক্সি নির্বাচনী জনসভাও করেছিলেন। ফলে এই নির্বাচন এক অন্য মাত্রায় পৌঁছে যায়। সর্বস্তরের নেতা-কর্মীদের একজোট করে ভোট পরিচালনা করায় এই সাফল্য, মনে করে নেতৃত্ব।
আরও পড়ুন: রাজনীতির ঊর্ধে বাংলার মুখ্যমন্ত্রীর সঙ্গে সম্পর্ক, বললেন শেখ হাসিনা