সংবাদদাতা, বাসন্তী : শনিবার বেলা পৌনে দশটা নাগাদ বাজার থেকে বাড়ি ফেরার পথে রাস্তা থেকে তুলে নিয়ে গুলি করে ও কুপিয়ে এক তৃণমূল কংগ্রেস কর্মীকে (TMC Worker Murdered) নৃশংস খুন করল দুষ্কৃতীরা। নিহত জানে আলম গাজি (৩৫) (TMC Worker Murdered) বাসন্তীর আনন্দবাদ এলাকার বাসিন্দা। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার বাসন্তীর ভরতগড় বাজারে। জানে আলমকে আক্রমণের সময় কয়েকজন বাধা দেওয়ার চেষ্টা করেন। দুষ্কৃতীরা তাঁদেরও আক্রমণ করে। দু’জন গুরুতরভাবে জখম হয়েছেন। তাঁদেরকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনার পর স্থানীয় বাসিন্দারা উত্তেজিত হয়ে পড়েন। দীর্ঘক্ষণ ভরতগড় বাজারে ঝড়খালি রোড অবরোধ করে বিক্ষোভ দেখান। ক্যানিংয়ের এসডিপিও দিবাকর দাসের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। জড়িত সন্দেহে চারজনকে আটক করেছে পুলিশ। এই খুনে ব্যবহৃত কিছু অস্ত্র উদ্ধার হয়েছে। বাসন্তীর বিধায়ক শ্যামল মণ্ডল এই খুনের তীব্র নিন্দা করেছেন। তিনি বলেন, ‘‘ক্যানিং মহকুমায় বিরোধীরা অশান্তি তৈরির লক্ষ্যে এই খুনের রাজনীতি আমদানি করেছে। কিন্তু জনগণ এই খুনের রাজনীতি রুখে দিয়ে উন্নয়নের পক্ষে মত দেবে।”
আরও পড়ুন: ডেঙ্গু রুখতে সব জেলাকে নির্দেশ নবান্নের