অভিষেককে দেখে আপ্লুত কর্মী

নেত্রীর নির্দেশমতোই আগামী দিনের পথ দেখাবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেকের অমায়িক ব্যবহার মুগ্ধ করেছে সবাইকেই। সঙ্গে ছিলেন মন্ত্রী সুজিত বসু।

Must read

প্রতিবেদন : জননেত্রীর বার্তার প্রতীক্ষায় ২১ জুলাই। রাজ্যের বিভিন্ন প্রান্তের মানুষ ছুটে আসছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে নিজের চোখে দেখতে। তাঁর কথা শুনতে। মানুষ উদগ্রীব তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথা শুনতেও। নতুন প্রজন্মের কাছে তো বটেই, সব বয়সের মানুষের কাছেই তাঁর জনপ্রিয়তা বেড়েই চলেছে। তাঁর ব্যবহারেও আপ্লুত জনতা। ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্র, সল্টলেকের সেন্ট্রাল পার্ক এবং কসবার গীতাঞ্জলী স্টেডিয়াম- ৩টি অস্থায়ী অতিথি শিবিরের অতিথিদের কথায় ফুটে উঠল সেই অনুভূতিই।

আরও পড়ুন-উদ্ধার হল মাইন, গ্রেনেড

মঙ্গলবার রাতে সেন্ট্রাল পার্কে অভিষেককে দেখেই উচ্ছ্বসিত জেলা থেকে আসা কর্মী-সমর্থকরা। এখানে থাকা-খাওয়ার ব্যবস্থা হয়েছে প্রায় ২০,০০০ মানুষের। এসে গিয়েছেন বেশিরভাগই। অভিষেককে খুব কাছ থেকে দেখার সুযোগ পেয়ে, তাঁর সঙ্গে কথা বলতে পেরে আবেগাপ্লুত মহিলারা। বললেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাষণ শুনব বলে দূর থেকে ছুটে এসেছি। নেত্রীর নির্দেশমতোই আগামী দিনের পথ দেখাবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেকের অমায়িক ব্যবহার মুগ্ধ করেছে সবাইকেই। সঙ্গে ছিলেন মন্ত্রী সুজিত বসু।

Latest article