কোন পথে মিছিল : বিকেল ৩টে থেকে হাজরা পার্কে সর্বধর্মের মানুষের জমায়েত শুরু * কালীঘাট মন্দিরে পুজো দিয়ে বিকেল ৪টেয় মুখ্যমন্ত্রীর (Mamata Banerjee) নেতৃত্বে মিছিল শুরু * বালিগঞ্জের গড়চা রোডের কাছে গুরুদ্বারে প্রার্থনা * সেখান থেকে মিছিল যাবে পার্ক সার্কাস লেডি ব্রেবোর্ন কলেজের কাছে ক্যাথলিক গির্জায় প্রার্থনা * তারপর পার্ক সার্কাসে মসজিদে প্রার্থনা * শেষে পার্ক সার্কাস ময়দানে বক্তব্য রাখবেন মুখ্যমন্ত্রী
প্রতিবেদন : বিভাজন-ভেদাভেদ নয়, বিবিধের মাঝে মহামিলনের বার্তা দিতে সংহতি যাত্রার ডাক দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সোমবার সেই সর্বধর্ম সমন্বয়ের মিছিল থেকে ধর্মের নামে ভেদাভেদ ভুলে বাংলা জুড়ে সম্প্রীতির বাতাবরণ বজায় রাখার বার্তা দেবেন। হাজরা থেকে পার্ক সার্কাস পর্যন্ত সংহতি মিছিলের নেতৃত্ব দেবেন স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায়। একই সঙ্গে রাজ্যের সব জেলায় ব্লকে ব্লকে হবে সংহতি মিছিল।
আরও পড়ুন: সপ্তাহের শুরুতেই যানজটে ভোগান্তির আশঙ্কা, তৎপর পুলিশ প্রশাসন
সোমবারের এই সংহতি মিছিল নিয়ে সাধারণ তৃণমূল নেতা-কর্মীদের মধ্যে তুমুল উৎসাহ তৈরি হয়েছে। ফলে কলকাতার রাজপথ জনপ্লাবনে ভাসবে এদিন। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে হাজরা মোড় থেকে পার্ক সার্কাস ময়দান পর্যন্ত এই সংহতি মিছিলে সব জাতি, ধর্ম-সহ সমাজের সব ধরনের মানুষ পা মেলাবেন। মিছিল থেকে দেওয়া হবে সর্বধর্ম সমন্বয়ের বার্তা। বাংলা চিরকালই সব ধর্মের মানুষকে আপন করে নিয়েছে, এটাই এ-রাজ্যের কৃষ্টি ও সংস্কৃতি। সেটাই আরও একবার প্রমাণ করবে এই সংহতি মিছিল। এদিন গোটা কলকাতার গন্তব্য হতে চলেছে হাজরা মোড় অথবা পার্ক সার্কাস ময়দান। শহরের পাশাপাশি প্রতিটি ব্লকেও হবে মিছিল। জেলার মিছিল শুরু হবে বিকেল তিনটে থেকে।
হাজরা মোড় থেকে শুরু হওয়া এই পদযাত্রার একেবারে সামনের সারিতে থাকবেন ধর্মগুরুরা। একাধিক হিন্দু সংগঠনও এই মহামিছিলে যোগ দেবে বলে আগেই ঘোষণা করেছে। সংহতি মিছিলে যোগ দিতে চলেছে পশ্চিমবঙ্গ রাজ্য সনাতন ব্রাহ্মণ ট্রাস্টও। সোমবার দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মিছিল শুরুর আগে তিনটে নাগাদ কালীঘাটে মায়ের পুজো দেবেন। পুজো দিয়ে হাজরা মোড় থেকে তাঁর নেতৃত্বে শুরু হবে মহামিছিল। সেখান থেকে মিছিল আসবে বালিগঞ্জ ফাঁড়িতে। সেখানে কিছুক্ষণ দাঁড়াবে মিছিল। গুরুদ্বারে প্রার্থনা করবেন তৃণমূলনেত্রী। এরপর মিছিল রওনা দেবে পার্ক সার্কাস ময়দানের উদ্দেশ্যে। সেখানে পৌঁছে একটি গির্জা ও একটি মসজিদেও প্রার্থনা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। মিছিল শেষে পার্ক সার্কাস ময়দানে হবে বিশাল জনসভা। সেই সভায় বক্তব্য রাখবেন সব ধর্মের প্রতিনিধিরা। মঞ্চে কোনও রাজনৈতিক ব্যক্তিত্ব থাকবেন না।
এই মিছিলকে সফল করে তুলতে গত কয়েকদিন ধরেই চলেছে প্রস্তুতি। সাংগঠনিকভাবে তৈরি গোটা দল, শাখা সংগঠনও। সব মিলিয়ে মঙ্গলবার এক ব্যতিক্রমী মিছিলের সাক্ষী হতে চলেছে বাংলা।
রাজ্য সরকারের ডিজিটাল পরিষেবা উদ্যোগ আরও একবার জাতীয় স্বীকৃতি পেল। পশ্চিমবঙ্গ সরকারের ‘অনুমোদন’ (Anumodan) নামে…
রাজ্যের কৃষি গবেষণায় বড় সাফল্যের কথা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। মঙ্গলবার নিজের…
গ্রিনল্যান্ড (Greenland_Donald Trump) দখলে মরিয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার একধাপ এগিয়ে মঙ্গলবার ট্রাম্প তাঁর…
এক নয়, একাধিক! নিজের দফতরে মহিলাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর শাস্তি পেলেন সেই পুলিশ আধিকারিক। কর্নাটক…
প্রতিদিন ১ ডিগ্রি করে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা। কলকাতা (Kolkata) থেকে আগামী কয়েকদিনে প্রবল শীতের কনকনানি…
নয়াদিল্লি : অভূতপূর্ব ঘটনা বিজেপিতে (BJP)। মাত্র ৪৫ বছর বয়সেই বিজেপি সভাপতি পদে বসলেন নীতিন…