সপ্তাহের শুরুতেই যানজটে ভোগান্তির আশঙ্কা, তৎপর পুলিশ প্রশাসন

সোমবার শহরজুড়ে সবমিলয়ে কমপক্ষে ৬০টি ধর্মীয় সমাবেশ ও মিছিল আছে। অযোধ্যায় রামমন্দির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

Must read

সোমবার বেশ কয়েকটি মিছিল সমাবেশে শহরে সকাল থেকেই যানজটের আশঙ্কা করছে লালবাজার। সপ্তাহের প্রথম দিন যান চলাচল নিয়ন্ত্রণ নিয়ে তৎপর কলকাতা পুলিশ (Kolkata Police)। আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে এদিন মাঠে নামছে সাড়ে তিন হাজার পুলিশকর্মী। দিনভর মিছিল–সমাবেশের কর্মসূচিতে মধ্য ও দক্ষিণ কলকাতার কয়েকটি রাস্তা সাময়িক বন্ধ থাকবে। বিকল্প রুটে যানবাহন ঘুরিয়ে দেওয়া হবে বলে জানিয়ে দেওয়া হয়েছে।

আরও পড়ুন-রেলকে ৩০ হাজার টাকা জরিমানা উপভোক্তা আদালতের

সোমবার শহরজুড়ে সবমিলয়ে কমপক্ষে ৬০টি ধর্মীয় সমাবেশ ও মিছিল আছে। অযোধ্যায় রামমন্দির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিকে তখন কলকাতায় বেশ কয়েকটি জায়গায় নানা ধর্মীয় এবং রাজনৈতিক মিছিল–সমাবেশ চলবে। সপ্তাহের প্রথমেই মিছিল সমাবেশে মানুষের ভোগান্তি বাড়বে বলেই মনে করা হচ্ছে। এহেন পরিস্থিতির মোকাবিলায় ইতিমধ্যেই ময়দানে ব্যাট চালাচ্ছে কলকাতা পুলিশ। সতর্ক করা হয়েছে কলকাতার সব থানাকে।

আরও পড়ুন-আফগানিস্তানের তোপখানা পাহাড়ে ভেঙে পড়া বিমানটি ভারতীয় নয় জানাল DGCA

যেকোন রকম অপ্রীতিকর ঘটনা এড়াতে তৎপর প্রশাসন। দু’‌দিন আগে রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার সমস্ত পুলিশ অফিসারদের সঙ্গে বৈঠক করেছেন। ২২ জানুয়ারি মুখ্যমন্ত্রীর ডাকা সংহতি মিছিল রয়েছে। হাজরা মোড় থেকে পার্ক সার্কাস ক্রসিং পর্যন্ত তৃণমূল কংগ্রেসের এই মিছিল যাবে। নেতৃত্ব দেবেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিকেল ৩টে নাগাদ এই মিছিল শুরু হবে। এই মিছিল হাজরা রোড, বালিগঞ্জ ফাঁড়ি, গড়িয়াহাট রোড হয়ে পার্ক সার্কাস সেভেন পয়েন্ট পর্যন্ত যাবে। এদিনের মিছিলে উপস্থিত থাকবেন একাধিক ধর্মগুরুরা।

আরও পড়ুন-উত্তর-পূর্ব রাজ্যগুলির ‘রাজ্য দিবসে’ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শুভেচ্ছাবার্তা

অন্যদিকে কালীঘাটে রামপুজোর আয়োজন করেছে বিজেপি। শহরের নানা প্রান্ত থেকে কমপক্ষে চারটি বড় মিছিল হবে। ভবানীপুরের রমেশ মিত্র রোড থেকে একটি মিছিল যাবে ক্যামাক স্ট্রিট পর্যন্ত। একটি মিছিল শিয়ালদা স্টেশন থেকে গিরীশ পার্কে রামমন্দিরের সামনে যাবে। ধর্মতলা মোড়ে এদিন রাজনৈতিক ও ধর্মীয় সংগঠনের সমাবেশ আছে। পুলিশের সব পদস্থ কর্তা দায়িত্বে থাকবেন। বেশ কয়েকটি স্পর্শকাতর এলাকায় পুলিশ পিকেট বসানো হচ্ছে। তাছাড়া গঙ্গার ঘাটে বিপর্যয় মোকাবিলা বাহিনী সতর্ক থাকবে।

Latest article