ভাঙড়ে মৌন প্রতিবাদ মিছিল তৃণমূলের

এই মিছিলেই ফুটে উঠল ঐক্যবদ্ধ তৃণমূলের ছবি। মিছিল শেষে শওকত সাংবাদিকদের বলেন, ফুরফুরা শরিফে পরিকল্পিতভাবে আমাকে খুন করার চেষ্টা হয়েছিল

Must read

সংবাদদাতা, ভাঙড় : দলের রাজ্য নেতৃত্বের নির্দেশের পরেই ভাঙড়ে তৃণমূলের মহামিছিলে জনস্রোত। ঐক্যবদ্ধ দলের স্থানীয় নেতৃত্ব। মহামিছিলে হাঁটলেন শওকত মোল্লা, আরাবুল ইসলাম, কাইজার আহমেদ, কাশেফুল কারিব খান প্রমুখ নেতৃত্ব। পঞ্চায়েত ভোটের আগেই নেতৃত্বের কড়া নির্দেশ মেনে এই মিছিল। শওকত, কায়সার, আরাবুলরা মৌন মিছিল করলেন বাসন্তী হাইওয়েতে। ভাঙড়ের বড়ালিঘাট থেকে ঘটকপুকুর পর্যন্ত, চার কিলোমিটার মিছিল হল বৃহস্পতিবার বিকেলে।

আরও পড়ুন-ইডির সমন এড়ালেন কবিতা, তেজস্বীকে সিবিআই দফতরে যাওয়ার নির্দেশ হাইকোর্টের

উচ্চমাধ্যমিক পরীক্ষা থাকায় মিছিল শুরু হয় পরীক্ষা শেষে। কয়েক হাজার মানুষ শরিক হন। গত কয়েকদিন আগে ফুরফুরা শরিফে ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লার প্রতি হামলার প্রতিবাদে এই মিছিল। আর এই মিছিলেই ফুটে উঠল ঐক্যবদ্ধ তৃণমূলের ছবি। মিছিল শেষে শওকত সাংবাদিকদের বলেন, ফুরফুরা শরিফে পরিকল্পিতভাবে আমাকে খুন করার চেষ্টা হয়েছিল। তারই প্রতিবাদে এদিনের মিছিল। ধর্মীয় স্থান থেকে যেভাবে আক্রমণ করা হয়েছে তা কখনই কাম্য নয়। মুখে কালো কাপড় বেঁধে মিছিলে ছিলেন তৃণমূল কর্মী-সমর্থকেরা।

Latest article