ডেঙ্গি প্রতিরোধে

মালদহের ক্ষীরকদম্বের খ্যাতি দেশজোড়া। বুধবার প্রশাসনিক বৈঠকের মধ্যেও স্বয়ং মুখ্যমন্ত্রীর গলায় উঠে এল মালদহের সেই বিখ্যাত মিষ্টির কথা।

Must read

কোভিড মহামারীতে বিপর্যস্ত হয়েছিল সমগ্র বিশ্ব। অতি তৎপরতার সঙ্গে কোভিড পরিস্থিতির মোকাবিলা করেছে রাজ্য সরকার। এবার ম্যালেরিয়া প্রতিরোধে মালদহ জেলা প্রশাসনকে কড়া ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন প্রশাসনিক বৈঠকে মালদা জেলাশাসক ও ১৫টি ব্লকের বিডিওদের সতর্ক থাকার নির্দেশ দেন তিনি। পাশাপাশি ডেঙ্গি, ম্যালেরিয়া নিয়ে সরেজমিনে এলাকা ঘুরে দেখার কথা বলেন মুখ্যমন্ত্রী।

আরও পড়ুন-বাংলায় কাজ করতে শিখুন বাংলা

ছাত্রদের জন্য
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মানেই চমক। মুখ্যমন্ত্রীর নির্দেশের পর এবার গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ে বসবে স্টুডেন্ট ক্রেডিট কার্ড শিবির। প্রশাসনিক বৈঠক থেকে উপাচার্যকে এমনই নির্দেশ দেন তিনি। মুখ্যমন্ত্রীর নির্দেশের ফলে উপকৃত হবেন বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা। ঋণ পাওয়ার ছাড়পত্র মিললেই উচ্চশিক্ষায় আগ্রহ বাড়বে পড়ুয়াদের। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন জেলার ছাত্রছাত্রী মহল। ইতিমধ্যেই ১১২ জন ছাত্রছাত্রীকে স্টুডেন্ট ক্রেডিট কার্ড বিতরণ করা হয়েছে বলে
জানা গিয়েছে।

আরও পড়ুন-সভাধিপতি নির্বাচনের নির্দেশ

উপহারে ক্ষীরকদম্ব
মালদহের ক্ষীরকদম্বের খ্যাতি দেশজোড়া। বুধবার প্রশাসনিক বৈঠকের মধ্যেও স্বয়ং মুখ্যমন্ত্রীর গলায় উঠে এল মালদহের সেই বিখ্যাত মিষ্টির কথা। বৈঠকে বলতে উঠেছিলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী ও জেলার অন্যতম তৃণমূল কংগ্রেস নেতা কৃষ্ণেন্দুনারায়ণ চৌধুরী। তিনি মুখ্যমন্ত্রীকে জেলার নির্মীয়মাণ স্পোর্টস কমপ্লেক্সের অগ্রগতি নিয়ে বিস্তারিত ভাবে জানান। এরপরই মুখ্যমন্ত্রী তাঁকে বলেন, তুমি আমায় ক্ষীরকদম্ব খাওয়াবে, না আমি তোমায় ক্ষীরকদম্ব খাওয়াব? এরপর দু’জনেই হেসে ওঠেন। এরপর তাঁকে থামিয়ে দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, মালদহের মানুষ আমাদের অনেক আশীর্বাদ, দোয়া দিয়েছেন, এবার সবাইকে ভাল করে মানুষের জন্য কাজ করতে হবে।

Latest article