সংবাদদাতা, দুবরাজপুর : দুবরাজপুর শহরের কাছে আস্ত পুকুরচুরির তদন্তে ভূমি ও ভূমিসংস্কার দফতর। অনেক জায়গায় ছোট ছোট রাস্তা, কোনও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলে দমকল ঢুকতে পারবে না। সেখানে একমাত্র বাঁচাতে পারে ছোট ছোট ডোবা ও পুকুরগুলো। এক শ্রেণির অসাধু চক্র চড়া দামে প্লট আকারে বিক্রি করার জন্য সেই পুকুর বোজানোর কাজ করে চলেছে।
আরও পড়ুন-সাপে-কাটা শিশুর চিকিৎসায় তৃণমূল
আর কোনও বিপদ ঘটলেই সরকারের দিকে অভিযোগের আঙুল তোলার জন্য ওত পেতে বসে আছে আরেক দল। এবার সেই ফাঁকফোকর বন্ধ করার লক্ষ্যে বিভাগীয় দফতর আদাজল খেয়ে লেগে পড়েছে। আর তাতেই খুশি এলাকাবাসী। জাতীয় সড়কের কাছে বক্রেশ্বর রোডে কামারশাল মোড়ে দুবরাজপুর মৌজার ৪০৪৯ দাগ নম্বরে ‘বিবির গড়’ নামে একটি পুকর উধাও। মাটি ও বাড়ির ভাঙা ইমারতি দ্রব্য দিয়ে কে বা কারা বুজিয়ে দিয়েছে তার হদিশ নেই। দুবরাজপুর পুরপ্রধান পীযূষ পাণ্ডের কথায়, বোঝা যায়, সুদূর অতীতে এই কাণ্ডটি কেউ ঘটিয়েছে। বর্তমান পুরবোর্ডের আমলে বিষয়টি নজরে আসে।