সাপে-কাটা শিশুর চিকিৎসায় তৃণমূল

ছ’বছরের সুবর্ণ আড়ি বাড়ির পাশেই ভালকিশোল প্রাথমিক বিদ্যালয়ের মাঠে কয়েকজন শিশুর সঙ্গে খেলছিল। পাশের ঝোপ থেকে বিষাক্ত একটি সাপ বেরিয়ে পায়ে কামড় দেয়।

Must read

সংবাদদাতা, ঝাড়গ্রাম : বিষাক্ত সাপের ছোবলে আহত শিশুকে দ্রুত চিকিৎসার ব্যবস্থা করল তৃণমূল কংগ্রেস নেতৃত্ব! বুধবার সকালে ঘটনাটি ঘটে ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল ব্লকের ভালকিশোল এলাকায়। ছ’বছরের সুবর্ণ আড়ি বাড়ির পাশেই ভালকিশোল প্রাথমিক বিদ্যালয়ের মাঠে কয়েকজন শিশুর সঙ্গে খেলছিল। পাশের ঝোপ থেকে বিষাক্ত একটি সাপ বেরিয়ে পায়ে কামড় দেয়।

আরও পড়ুন-ধৃত বিজেপি নেতার আরও কুকীর্তি সামনে

শিশুটির কান্না শুনে দ্রুত ঘটনাস্থলে আসেন সাঁকরাইল ব্লক তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি অনুপ মাহাতো। দ্রুত শিশুকে ভাঙাগড় গ্রামীণ হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করেন। তার যাবতীয় চিকিৎসার ব্যবস্থাও করেন। খবর পেয়ে হাসপাতালে যান সাঁকরাইল ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি কমলকান্ত রাউতও। ওই শিশুটির চিকিৎসার জন্য দলের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে তিনি জানান।

Latest article