ধৃত বিজেপি নেতার আরও কুকীর্তি সামনে

অভিযোগ, মনু দুর্গাপুরের এক ব্যক্তির মেয়েকে দুর্গাপুর ইস্পাতের হাসপাতালে চিকিৎসক পদে নিয়োগ করিয়ে দেবার প্রতিশ্রুতি দিয়ে নগদ ৯ লক্ষ টাকা হাতিয়েছেন।

Must read

সংবাদদাতা, দুর্গাপুর : বিজেপি নেতা যোগেন্দ্র ওরফে মনু সাহা গ্রেফতারের পর একের পর এক তাঁর দুর্নীতির তথ্য সামনে আসছে। অবৈধ কয়লা কারবারে যুক্ত থাকার অভিযোগে কয়েকদিন আগেই গ্রেফতার হয়েছেন যোগেন্দ্র ওরফে মনু সাহা। দুর্গাপুরে একাধিক বৈধ ও অবৈধ ব্যবসার পাশাপাশি একটি বেসরকারি কলেজের মালিক এই বিজেপি নেতা। দুর্গাপুর শিল্পাঞ্চলের সিটি সেন্টার এলাকা থেকে তাঁকে গ্রেফতার করে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের গোয়েন্দা বিভাগ। তাঁকে আসানসোল জেলা আদালতে তোলা হলে তিনদিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন বিচারক। অভিযোগ, রাজ্যে বেআইনি কয়লা কারবারের সঙ্গে যুক্ত রয়েছেন মনু।

আরও পড়ুন-প্রাইভেট টিউশন বন্ধ হওয়ায় পড়ুয়াদের সমস্যা মেটাতে পঞ্চায়েতের উদ্যোগে অবৈতনিক পাঠশালা

গোয়েন্দা বিভাগের তদন্তে তাঁর নাম উঠে আসায় তাঁকে গ্রেফতার করা হয়। ২৭ জুন রানিগঞ্জে প্রায় ৫০ টন অবৈধ কয়লাবোঝাই দুটি ডাম্পার আটক করে সিআইএসএফ। তদন্তে নেমে পুলিশ ও সিআইএসএফ জানতে পারে ডাম্পার দুটির নম্বর প্লেট ভুয়ো। তাতে করে রানিগঞ্জের একটি কারখানায় নিয়ে যাওয়া হচ্ছিল। পুলিশ জানতে পারে, এই অবৈধ কয়লা কারবারের কিংপিন দুর্গাপুর সিটি সেন্টারের বাসিন্দা ব্যবসায়ী মনু সাহা। বর্তমানে দুর্গাপুর সিটি সেন্টারে মনু সাহার নিবাস। ইস্পাত নগরীতে বসবাস করতেন প্রথম জীবনে। ইস্পাত কারখানায় ঠিকাদারি ও ক্যান্টিন চালাতেন। পরে পরিবহণ ব্যবসায় যুক্ত হন। সিটি সেন্টারে মনুর একটি ম্যানেজমেন্ট কলেজও আছে বলে জানা গিয়েছে।

আরও পড়ুন-স্কুলছাত্রীদের নিয়ে পুলিশের কর্মসূচি

এছাড়াও বি সি রায় অ্যাভিনিউয়ে একটি কারখানার শেড রয়েছে। দুর্গাপুর, আসানসোল সহ ঝাড়খণ্ডের একাধিক কয়লা মাফিয়ার সঙ্গে গভীর যোগাযোগ রয়েছে তাঁর। অভিযোগ, মনু দুর্গাপুরের এক ব্যক্তির মেয়েকে দুর্গাপুর ইস্পাতের হাসপাতালে চিকিৎসক পদে নিয়োগ করিয়ে দেবার প্রতিশ্রুতি দিয়ে নগদ ৯ লক্ষ টাকা হাতিয়েছেন।

Latest article