হাইকোর্টের নির্দেশে ভোট পরবর্তী হিংসা মামলায় রাজ্যজুড়ে শুরু হয়েছে তদন্ত। কেন্দ্রীয় সিবিআই ও রাজ্যের সিট্ এই মামলার তদন্ত শুরু করেছে।ইতিমধ্যেই কলকাতার ভবানীপুর উপনির্বাচন-সহ মুর্শিদাবাদের জঙ্গিপুর ও সামসেরগঞ্জে ভোট ঘোষনা করেছে কমিশন। ৩০ সেপ্টেম্বর রাজ্যের এই তিন কেন্দ্রে ভোট গ্রহণ। ৩ অক্টোবর গণনা। এই ভোটকে কেন্দ্র করে ইতিমধ্যে রাজনৈতিক চাপানউতর শুরু হয়েছে। উত্তেজনার পারদ বাড়ছে। কেন্দ্রীয় বাহিনী দিয়েই ভোট করার সিদ্ধান্ত নিয়েছে কমিশন।
আরও পড়ুন-দৃষ্টান্তমূলক চিকিৎসার নজর রাখল মুর্শিদাবাদ জেলার মেডিক্যাল কলেজ হাসপাতাল
এদিকে, ভোটের সময় রাজ্যে যাতে নতুন করে কোনওরকম রাজনৈতিক হিংসা না হয়, তা প্রতিরোধে কড়া পদক্ষেপ নিতে চলেছে রাজ্য প্রশাসন। আজ, বুধবার সকালে প্রশাসনিকস্তরে এই সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ বৈঠক হয়েছে বলে সূত্রের খবর। আগ্নেয়াস্ত্র, বোমা ব্যবহার নিয়ে প্রশাসনিক কর্তাদের সতর্ক করা হয়েছে। প্রয়োজনে রাস্তায় নাকা চেকিংয়েরও নির্দেশ দেওয়া হয়েছে। মুখ্যসচিবের ডাকা এই বৈঠকে উপস্থিত ছিলেন ডিএম, এসপি, সিপি সহ গুরুত্বপূর্ণ প্রশাসনিক কর্তারা। বৈঠকে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়েছে মুর্শিদাবাদ, নদিয়া, দুই ২৪ পরগণা, হাওড়া ও হুগলি জেলার আইনশৃঙ্খলা ব্যবস্থা।
আরও পড়ুন-বিজেপি প্রার্থীকে দেখে “জয় বাংলা” স্লোগান তৃণমূলের,’গণতান্ত্রিক অধিকার’ জানালেন ফিরহাদ হাকিম
উল্লেখ্য, নির্বাচন কমিশনকে রাজ্য সরকার আশ্বাস দিয়েছে যে, উপনির্বাচনে আইন -শৃঙ্খলা বজায় থাকবে ও কোভিড নিয়ন্ত্রণ করা হবে। কমিশন সমস্ত দায়িত্ব রাজ্যের উপর চাপিয়ে দিয়েছে। কোভিড বিধি ও আইনশৃঙ্খলা ব্যবস্থা নিশ্চিত করতে এই কড়া পদক্ষেপ নিতে চলেছে রাজ্য প্রশাসন।