প্রতিবেদন : আজ মঙ্গলবার, আবার মেঘালয় যাবেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর উপস্থিতিতে আজ শিলংয়ের পাইনউড হোটেলে বেলা সাড়ে বারোটায় সাংবাদিক বৈঠকের মধ্যে দিয়ে মেঘালয় বিধানসভা নির্বাচনকে (Meghalaya Assembly Election) সামনে রেখে ইস্তাহার প্রকাশ করবে দল। মেঘালয় তৃণমূল কংগ্রেসের নেতা তথা বিধানসভার বিরোধী দলনেতা ড. মুকুল সাংমা, সহ-সভাপতি জেমস লিংডো, রাজ্য সভাপতি চার্লস পিনগ্রোপ, মেঘালয়ে দলের ইনচার্জ মন্ত্রী মানস ভুঁইয়া এবং সাংসদ ডেরেক ’ও ব্রায়েনের উপস্থিতিতে ইস্তাহার প্রকাশ করা হবে। ৬০ আসনের মেঘালয় বিধানসভায় (Meghalaya Assembly Election) এখনও পর্যন্ত ৫২টি আসনে প্রার্থী ঘোষণা করেছে তৃণমূল কংগ্রেস।
আরও পড়ুন: নন্দীগ্রামের নাকজিরাচকেও জ্বলল আলো ঘরে ঘরে বিদ্যুৎ, হলদিয়ায় উৎসব
গত ১৮ জানুয়ারি মেঘালয়ের মেন্দিপাথারে বিশাল জনসভায় যোগ দিয়েছিলেন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখানে দুর্নীতিমুক্ত নতুন মেঘালয় তৈরির কথা বলেন। পরিবর্তনের কথা বলেন। এবার ইস্তাহারেও তৃণমূল কংগ্রেস জানিয়ে দেবে মেঘালয়ে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় এলে কোন পথে উন্নয়ন হবে এই মেঘ-রাজ্যের। ইতিমধ্যেই সেখানে মহিলাদের জন্য এক হাজার টাকা করে দেওয়ার জন্য উই কার্ড রেজিস্ট্রেশন সাড়ে তিন লক্ষ এবং যুব সম্প্রদায়ের জন্য মাই কার্ড রেজিস্ট্রেশন দু লক্ষ ছাড়িয়েছে। দলের শীর্ষ নেতৃত্ব আগেই বলেছেন, মেঘালয় চালাবে ভূমিপুত্ররাই। বাইরে থেকে কেউ নয়। এখন যেমন দিল্লি ও অসম থেকে মেঘালয়কে নিয়ন্ত্রণ করা হয় তেমনটা নয়। বর্তমান শাসক দল এনপিপি ও কনরাড সরকার যেভাবে বিজেপির তল্পিবাহক হয়ে চলছে, কঠোরভাবে তার চরম বিরোধিতা করে দুর্নীতিগ্রস্ত এই সরকারকে সরানোই একমাত্র পাখির চোখ হতে চলেছে তৃণমূল কংগ্রেসের।