প্রতিবেদন : প্রথম ডিভিশন কলকাতা লিগের খেতাবি লড়াইয়ে এগিয়ে যেতে হলে শুক্রবার আর্মি রেডের বিরুদ্ধে জিততেই হবে ডায়মন্ড হারবার ফুটবল ক্লাবকে (Army Red- DHFC)। কিবু ভিকুনার দল আগের ম্যাচে প্রথম হারের সম্মুখীন হয়েছে। সিএফসি-র কাছে হেরে চ্যাম্পিয়নশিপের লড়াইয়ে কিছুটা পিছিয়ে পড়েছে ডায়মন্ড হারবার। খেতাবি লড়াইয়ে কিবুর দলের প্রবল প্রতিদ্বন্দ্বী আর্মি রেড। গ্রুপ পর্ব এবং সুপার সিক্সে দু’টি ম্যাচে জয়-সহ ৩১ পয়েন্ট তাদের। অন্যদিকে, ৩০ পয়েন্ট নিয়ে ডায়মন্ড হারবার রয়েছে লিগ টেবলে দ্বিতীয় স্থানে। শুক্রবার বাটানগর স্টেডিয়ামে আর্মিকে হারাতে পারলে খেতাবি লড়াইয়ে ফের এগিয়ে যাবে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্লাব। যদিও কলকাতা লিগে অভিষেকেই নজর কেড়েছে ডায়মন্ড হারবার। ভাল পারফরম্যান্স করে আগামী মরশুমে প্রিমিয়ার ‘বি’ ডিভিশনে খেলা নিশ্চিত করেছে তারা।
আরও পড়ুন: ম্যাচ ফি সমান হলেও গ্রেডেশন নিয়ে মুখে কুলুপ বিসিসিআইয়ের
শুক্রবার গুরুত্বপূর্ণ আর্মি (Army Red- DHFC) ম্যাচের আগে অবশ্য স্বস্তিতে নেই ডায়মন্ড হারবার শিবির। দলে চোট আঘাত, কার্ড সমস্যা রয়েছে। কাফ মাসলে চোটের কারণে অধিনায়ক অভিষেক দাস সম্ভবত আর্মির বিরুদ্ধে খেলতে পারবেন না। স্ট্রাইকার অনন্ত মুরলীর হাত ভেঙেছে। লিগ থেকেই ছিটকে গিয়েছেন তিনি। সেন্টার ব্যাক বিক্রমজিৎ সিংয়ের দুটো হলুদ কার্ড। তিনি এই ম্যাচে নেই। দলের সহকারী কোচ বিশ্বজিৎ ঘোষাল বললেন, ‘‘চোট আঘাত, কার্ড সমস্যা থাকবে। আমরা টিম গেমে বিশ্বাসী। আর্মি শক্তিশালী দল। ওদের মাঝমাঠ, আক্রমণভাগ খুব ভাল। সতর্ক থেকে ম্যাচটা আমাদের জিততেই হবে।”