ম্যাচ ফি সমান হলেও গ্রেডেশন নিয়ে মুখে কুলুপ বিসিসিআইয়ের

ঘরোয়া ক্রিকেটের কী হবে?

Must read

মুম্বই : হরমনপ্রীত কৌর, স্মৃতি মান্ধানাদের দেওয়ালির উপহার দিল বোর্ড। তাঁরাও এখন থেকে পুরুষদের সমান ম্যাচ ফি পাবেন। বৃহস্পতিবার মুম্বইয়ে বোর্ডের অ্যাপেক্স কাউন্সিলের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
কিন্তু বোর্ডের (BCCI- Match Fee) বার্ষিক চুক্তির অর্থ সমান হবে কি না তা নিয়ে কোনও সিদ্ধান্ত হয়নি। ফলে সেখানে আসমান-জমিন ফারাক থেকেই গেল। প্রশ্ন আরও অনেক কিছুতে। যেমন বোর্ডের সিদ্ধান্তে উপকৃত হবেন হাতেগোনা ১৫-২০ জন মহিলা ক্রিকেটার, যাঁরা তিন ফরম্যাটে ভারতের হয়ে খেলেন। যাঁরা দেশের হয়ে খেলার সুযোগ না পেলেও ঘরোয়া ক্রিকেটে খেলেন, বিভিন্ন রাজ্যের প্রতিনিধিত্ব করেন তাঁদের কী হবে? এমন সিদ্ধান্তে তাঁদের কোনও উপকার হল না। প্রদীপের নিচে অন্ধকারের মতো তাঁরা থেকে গেলেন সেই তিমিরেই।

আগামী বছর মহিলাদের প্রথম আইপিএল হবে ভারতের মাটিতে। তার আগে ম্যাচ ফি সমান করে দিয়ে বোর্ড বোঝাতে চাইল তারা পুরুষ ও মহিলা ক্রিকেটে কোনও ফারাক রাখতে চায় না। কিন্তু ফারাক সেই থেকেই গেল। এমনিতে বিরাট-রোহিতরা বর্তমানে টেস্ট, ওয়ান ডে ও টি-২০ ম্যাচের জন্য পান যথাক্রমে ১৫, ৬ ও ৩ লাখ টাকা করে। এখন থেকে এই পরিমাণ অর্থ পাবেন হরমন-স্মৃতিরাও। কিন্তু শুধু হরমন-স্মৃতিরাই। মানে হাতে গোনা কয়েকজন। বোর্ডের পক্ষ থেকে অ্যাপেক্স কাউন্সিলে নেওয়া এই সিদ্ধান্তের কথা জানিয়ে ২৭ অক্টোবরকে মেয়েদের ক্রিকেটের রেড লেটার ডে বলে বর্ণনা করা হয়েছে। এর আগে ৫ জুলাই এমনই এক সিদ্ধান্ত নিয়েছিল ক্রিকেট নিউজিল্যান্ড। তারাও পুরুষ ও মহিলা ক্রিকেটারদের মধ্যে আর্থিক বৈষম্য তুলে দিয়েছিল। জাতীয় দলে সবার ম্যাচ ফি সমান করে দিয়েছিল তারা। তখন এই সিদ্ধান্ত ক্রিকেট দুনিয়া স্বাগত জানিয়েছিল। তবে নিউজিল্যান্ডের পুরুষ ক্রিকেটাররা কিন্তু বিরাট-রোহিতদের তুলনায় অনেক কম অর্থ রোজগার করেন।

আরও পড়ুন: চার বিধায়ক কিনতে তেলেঙ্গানায় বিজেপির ‘অফার’, কী বলবে বাংলা বিজেপি

ম্যাচ ফি-র (BCCI- Match Fee) বাইরে বোর্ডের বার্ষিক চুক্তির প্রশ্নে মহিলা ক্রিকেটাররা এখনও পুরুষদের থেকে অনেক পিছিয়ে। হরমন, স্মৃতি, পুনম যাদবের মতো সিনিয়র ক্রিকেটাররা এ গ্রেডে থেকে বছরে পান ৫০ লাখ টাকা। অন্যদিকে রোহিত, বিরাট, বুমরারা এ প্লাস গ্রুপে থেকে বছরে পান ৭ কোটি টাকা। চুক্তির পরের তিন ধাপে টাকার পরিমাণ যথাক্রমে ৫, ৩ ও ১ কোটি টাকা। তাছাড়া রোহিতরা যেহেতু তুলনায় অনেক বেশি ম্যাচ খেলেন, তাই তাঁদের রোজগার এমনিতেই অনেক বেশি।

মুম্বইয়ে বোর্ডের হেড কোয়ার্টারে এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন নবনির্বাচিত সভাপতি রজার বিনি। তিনি বলেছেন ইংল্যান্ড, অস্ট্রেলিয়া ভারতের আগে মহিলা ক্রিকেট শুরু করে এখনও এমন সিদ্ধান্ত নিতে পারেনি। কিন্তু তিনি ঘরোয়া ক্রিকেটারদের অর্থ বাড়া নিয়ে কিছু বলেননি। বৈঠকে উপস্থিত ছিলেন প্রাক্তন অধিনায়ক শান্তা রঙ্গস্বামী। হরমনদের ম্যাচ ফি বাড়ায় তিনি অবশ্য সন্তোষ প্রকাশ করেছেন। খুশি জাতীয় দলের অধিনায়ক হরমনও। তিনি বলেছেন, ভারতে মহিলা ক্রিকেটের জন্য এটা রেড লেটার ডে। সবাইকে ধন্যবাদ। অসাধারণ খবর বলেছেন স্মৃতি মান্ধানাও।

Latest article