বাংলাদেশের বিজয় দিবসের (Bangladesh Victory Day) ৫২ বছর। ভারত এবং বাংলাদেশ, দুই দেশের কাছেই ১৬ ডিসেম্বর তারিখটির বিশেষ তাৎপর্য রয়েছে। ১৯৭১ সালের এই দিনেই বাংলাদেশের মুক্তিবাহিনী ও তাদের সহযোগী ভারতীয় সেনার কাছে আত্মসমর্পণের দলিলে সই করেছিল পাক সেনা। তবে ২৬ মার্চ বাংলাদেশের স্বাধীনতা দিবস হলেও, ১৬ ডিসেম্বর পশ্চিম পাকিস্তানের নিয়ন্ত্রণ থেকে কার্যত মুক্ত হয় তৎকালীন পূর্ব পাকিস্তান। পরে ওই দেশের নাম হয় বাংলাদেশ। এদিন বিজয় দিবস (Bangladesh Victory Day) উপলক্ষে টুইট করেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।
আরও পড়ুন: গঙ্গাসাগর মেলা: ২১ডিসেম্বর প্রস্তুতি বৈঠকে মুখ্যমন্ত্রী
টুইটারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন, “১৯৭১ সালের ১৬ ডিসেম্বর, ভারত ইতিহাসের একটি পথ-পরিবর্তনের উৎস হয়ে ওঠে। একটি নতুন জাতির জন্ম হয় এবং আত্মনিয়ন্ত্রণের অধিকার সমুন্নত হয়। এই বিজয় দিবসে ভারতীয় সেনাবাহিনীর অদম্য ইচ্ছা এবং অতুলনীয় আত্মত্যাগের জন্য আমি শ্রদ্ধা জানাই!”
On 16th of December 1971, India became the source of a course-change in history.
A new nation was born and the right to self-determination was upheld.
I bow my head in reverence to the Indian Army for their iron will and unmatchable sacrifice on this Vijay Diwas!
Jai Hind!
— Mamata Banerjee (@MamataOfficial) December 16, 2022
অভিষেক বন্দ্যোপাধ্যায় লিখেছেন, “১৯৭১ সালের এই দিনে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের ঐতিহাসিক মাইলফলক অর্জিত হয়েছিল। আজ বিজয় দিবস। আমরা আমাদের সাহসী সৈনিকদের অদম্য চেতনা এবং বীরত্বকে অভিনন্দন জানাই, যারা আমাদের জাতির সেবায় তাদের জীবন উৎসর্গ করেছেন।”
As we celebrate Vijay Diwas, let us proudly remember about 1971 when the historic milestone of Bangladesh Liberation War was achieved.
We salute the indomitable spirit and valour of our brave soldiers, who laid down their lives in the service of our nation.
Jai Hind! 🇮🇳
— Abhishek Banerjee (@abhishekaitc) December 16, 2022