প্রতিবেদন : পয়েন্ট টেবলের দিকে তাকালে মনে হতে পারে অসম লড়াই। বাংলার ৬ ম্যাচে ৩২ পয়েন্ট। ওড়িশার ৬ ম্যাচে ৮ পয়েন্ট। ৩১ জানুয়ারি থেকে রঞ্জি কোয়ার্টার ফাইনাল শুরু হবে। তাতেও বাংলার (Bengal vs Odisha) জায়গা নিশ্চিত হয়ে গিয়েছে। আর ওড়িশার জন্য ২০২২-’২৩ রঞ্জি শেষ হচ্ছে এই ম্যাচেই।
কিন্তু তাহলে ইডেনে মঙ্গলবার থেকে যে ওড়িশা (Bengal vs Odisha) মাচ শুরু হচ্ছে, তাতে মনোজ তিওয়ারিদের জন্য কি ম্যাচের তেমন গুরুত্ব থাকছে না? কোচ লক্ষ্মীরতন শুক্ল বলে দিলেন, প্রথম ম্যাচের মতোই গুরুত্বপূর্ণ এই ম্যাচ। ওড়িশা ম্যাচকেও তাই হালকাভাবে নেওয়ার সুযোগ নেই। কোয়ার্টার ফাইনাল নিশ্চিত হয়ে যাওয়ার পরও। রঞ্জি নিয়ে দলে একমাত্র উৎসব হবে যদি ট্রফি জেতা যায় তারপর।
রঞ্জিতে এবার ওড়িশার হাল খুব শোচনীয়। ইডেনে নামার আগে পর্যন্ত তারা দুটি হেরেছে। চারটি ম্যাচ ড্র করেছে। কোনও জয় নেই। ফলে শুভ্রাংশু সেনাপতির দলের সামনে এখন একটাই রাস্তা খোলা রয়েছে। এই ম্যাচে ভাল খেলে মরশুম শেষ করা। কিন্তু পেস সহায়ক উইকেটে সেই কাজটা বেশ কঠিন। আর কে না জানে, বাংলার পেস আক্রমণ এখন অন্যতম সেরা।
আরও পড়ুন: গোল না পেলেও জিতল দল, রোনাল্ডোর আরব অ্যাডভেঞ্চার শুরু
বাংলার জন্য সমস্যা শুধু ওপেনিং নিয়ে। এবার দুটি ম্যাচে খেলেননি অভিমন্যু ঈশ্বরণ। তাঁর জায়গায় অভিষেক দাস ও কৌশিক ঘোষ খেললেও সুবিধা করতে পারেননি। পরে সায়ন শেখর মণ্ডল ও করণ লালকেও অভিমন্যুর সঙ্গী করা হয়েছে। কিন্তু পারফরম্যান্স ওরাও দিতে পারেননি।
বঙ্গ কোচ বললেন, তাঁর হাতে যত ওপেনার ছিল সবাইকে খেলানো হয়ে গিয়েছে। তবে এই ম্যাচে ফের করণকেই তাঁরা সুযোগ দেবেন। যিনি আগের ম্যাচে ২০ রান করেছিলেন। করণ যেহেতু অলরাউন্ডার, তাই তিনি খেললে বাড়তি স্পিনার পেয়ে যাচ্ছে বাংলা। তবে শাহবাজের অভাব দল ভাল মতোই টের পাচ্ছে। শাহবাজ অবশ্য কোয়ার্টার ফাইনালে খেলবেন। কিন্তু সেই ম্যাচে খেলতে পারবেন না মুকেশ। লক্ষ্মী আরও বলছিলেন, ‘‘আমরা শুধু নিজেদের দিকেই নজর দিচ্ছি। ছেলেরা ভাল খেলছে। মোমেন্টাম এগিয়ে যেতে চাই।”