খেলা

চেন্নাইয়িন নিয়ে সতর্ক মোহনবাগান

প্রতিবেদন : আইএসএল হোক বা এএফসি কাপ, মোহনবাগানের জয়রথ ছুটছে। ডুরান্ড কাপের প্রথম ডার্বি হারের পর থেকে টানা ৯ ম্যাচ জিতেছে জুয়ান ফেরান্দোর দল। আজ শনিবার চলতি আইএসএলের প্রথম অ্যাওয়ে ম্যাচে কি টানা দশম জয় আসবে? অ্যাওয়ে ম্যাচেও জয়ের ধারা অব্যাহত রাখতে মরিয়া সবুজ-মেরুন ব্রিগেড। তবে কাজটা সহজ হবে না বলেই মনে করছেন মোহনবাগান কোচ ও ফুটবলাররা।
মোহনবাগান (Chennaiyin fc vs Mohun bagan sg) দুই ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে লিগ শীর্ষে। চেন্নাইয়িন এফসি লিগের শুরুতেই প্রথম দুটো ম্যাচ হেরেছে। দু’টি ম্যাচই তারা প্রতিপক্ষের মাঠে গিয়ে খেলেছে। শনিবার চেন্নাইয়ে ঘরের মাঠে প্রথম ম্যাচ খেলতে নামছে ওয়েন কোয়েলের দল। মোহনবাগানকে কঠিন চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে পুরো পয়েন্ট ঘরে তুলতে চায় চেন্নাইয়িন। গত কয়েক বছর দলের মাঝমাঠের স্তম্ভ ছিলেন অনিরুদ্ধ থাপা। এই মরশুমে তিনি যোগ দিয়েছেন মোহনবাগান। সবুজ-মেরুন জার্সি গায়ে শনিবারই তিনি পুরনো দলের বিরুদ্ধে প্রথম ম্যাচ খেলবেন। শুক্রবার সকালে কলকাতায় অনুশীলন করে দুপুরের বিমানে চেন্নাই রওনা হয় মোহনবাগান।

সবুজ-মেরুন কোচ জুয়ান বললেন, ‘‘অ্যাওয়ে ম্যাচ হলেও এক পয়েন্টের লক্ষ্যে নয়, তিন পয়েন্ট পেতেই ঝাঁপাব আমরা। লিগে সব দলই কঠিন প্রতিপক্ষ। সবাই ভাল খেলছে। ফলে চেন্নাইয়িন (Chennaiyin fc vs Mohun bagan sg) ম্যাচও সহজ হবে না। আমাদের তিন পয়েন্ট পেতেই হবে।’’ জুয়ান আরও বলেন, ‘‘গত কয়েকটা ম্যাচে ঘরের মাঠে দলগুলো জিতছে। কিন্তু বাইরে গিয়ে পুরো পয়েন্ট পাওয়া বেশ কঠিন হয়ে যাচ্ছে। আমরা ঘরের মাঠে দুটো ম্যাচ জিতে ওখানে যাচ্ছি। চেন্নাইয়িন নিজেদের মাঠে প্রথম ম্যাচ খেলবে। আমার মনে হয়, নিজেদের সমর্থকদের সামনে ওরা আক্রমণাত্মক ফুটবল খেলবে। আমাদের অনেক কিছু নিজেদের নিয়ন্ত্রণে রাখতে হবে। আশা করি, একটা ভাল ম্যাচ হবে। ওরা দুটো ভাল দলের বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচ খেলে এসেছে। নিজেদের মাঠে ওরা ম্যাচটা জিততে চাইবে। কঠিন লড়াই হবে। তবে আমরা জানি, আমাদের কী করতে হবে।’’
দলের সঙ্গে দীপক টাংরিকে নিয়ে গিয়েছেন মোহনবাগান কোচ। চোট সারিয়ে সম্পূর্ণ ফিট ভারতীয় মিডিও। তাই জুয়ানের হাতে বিকল্প বেড়েছে। অনিরুদ্ধ পুরনো দলের বিরুদ্ধে নামার আগে বলেছেন, ‘‘চেন্নাইয়িনের হয়ে অনেক বছর খেললেও পেশাদার হিসেবে আমার কাজটা করতে হবে। এখন আমি মোহনবাগানের ফুটবলার। সবুজ-মেরুন জার্সির সম্মান রাখতেই মাঠে নামব।’’

আরও পড়ুন- চর্চায় অপকীর্তির জমানা

Jago Bangla

Recent Posts

আরও একধাপ এগোলেন! ভ্যান্স-রুবিওকে সঙ্গে নিয়ে গ্রিনল্যান্ড দখল ট্রাম্পের

গ্রিনল্যান্ড (Greenland_Donald Trump) দখলে মরিয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার একধাপ এগিয়ে মঙ্গলবার ট্রাম্প তাঁর…

2 hours ago

নিজের কেবিনে একাধিক মহিলার সঙ্গে অশ্লীল আচরণ, সাসপেন্ড পুলিশকর্তা

এক নয়, একাধিক! নিজের দফতরে মহিলাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর শাস্তি পেলেন সেই পুলিশ আধিকারিক। কর্নাটক…

5 hours ago

রাজ্যে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা

প্রতিদিন ১ ডিগ্রি করে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা। কলকাতা (Kolkata) থেকে আগামী কয়েকদিনে প্রবল শীতের কনকনানি…

6 hours ago

সর্বকনিষ্ঠ সভাপতি, নেপথ্যে কোন অঙ্ক?

নয়াদিল্লি : অভূতপূর্ব ঘটনা বিজেপিতে (BJP)। মাত্র ৪৫ বছর বয়সেই বিজেপি সভাপতি পদে বসলেন নীতিন…

6 hours ago

সিআরপিএফ ক্যাম্পে অমানুষিক নির্যাতনের শিকার নাবালিকা, স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করল ক্ষুব্ধ তৃণমূল

নয়ডা : ডাবল ইঞ্জিন সরকারের রাজ্যে এখন নারী-নিরাপত্তার নামে যে কতবড় প্রহসন চলছে তা আরও…

6 hours ago

‘তোমার ভয় নেই মা আমরা প্রতিবাদ করতে জানি’

দেশের সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতেই হত। এত সাধারণ মানুষের ভোগান্তি যেন সহ্যের সব…

6 hours ago