প্রতিবেদন : প্রথম ম্যাচে সাদার্ন সমিতিকে হারানোর পর কলকাতা প্রিমিয়ার লিগের দ্বিতীয় ম্যাচে আর্মি রেডের বিরুদ্ধে পয়েন্ট নষ্ট করেছে ডায়মন্ড হারবার এফসি। আর্মির সঙ্গে ম্যাচ গোলশূন্য ড্র হয়। শনিবার ফের নতুন লড়াই। বিধাননগর পুরসভার স্পোর্টস কমপ্লেক্সের মাঠে ডায়মন্ড হারবারের প্রতিপক্ষ এফসিআই (DHFC- FCI)। সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) ক্লাব ঘুরে দাঁড়িয়ে তিন পয়েন্ট পেতে মরিয়া। এফসিআই শেষ ম্যাচ হেরেছে। তবু প্রতিপক্ষকে সমীহ করছে ডায়মন্ড হারবার।
প্রথম দুই ম্যাচে শুরু থেকে ছন্দ খুঁজে পায়নি কিবু ভিকুনার দল (DHFC- FCI)। ম্যাচের সময় যত গড়াচ্ছে ছন্দে ফিরছে ডায়মন্ড হারবার। সাদার্ন সমিতির বিরুদ্ধে প্রথম ম্যাচে সেটাই দেখা গিয়েছে। কিন্তু আর্মি রেডের মতো লড়াকু দলের বিরুদ্ধে একেবারেই ভাল খেলতে পারেনি কিবুর দল। ভুলভ্রান্তি শুধরে শনিবার মাঠে নামছে ডায়মন্ড হারবার। মাঝমাঠে ব্লকিং ঠিকমতো হচ্ছে না। ফলে রক্ষণের উপর চাপ বাড়ছে। তাই এফসিআই ম্যাচে স্ট্র্যাটেজিতে কিছু বদল আনতে পারেন ডায়মন্ড হারবারের স্প্যানিশ কোচ। তবে রক্ষণ জমাট রেখেই আক্রমণে যাওয়ার রণনীতি নেবেন কিবু। এটাই তাঁর কোচিং দর্শন।
বাবলু ওরাওঁ ছাড়া কারও চোট আঘাত নেই। দলে বিকল্প থাকলেও অ্যাটাকিং থার্ডে খামতি দেখা যাচ্ছে। অনেক গোলের সুযোগ নষ্ট হচ্ছে। তাই ফুটবলারদের শুটিং অনুশীলনও করিয়েছেন কিবু। প্রথম একাদশে পরিবর্তনও করতে পারেন ডায়মন্ড হারবার কোচ। ম্যাচের আগেই সিদ্ধান্ত নেবেন স্প্যানিশ বস। ম্যাচের আগের দিন কিবু বলেছেন, ‘‘আর্মি রেডের বিরুদ্ধে আমাদের ম্যাচটা খুব কঠিন ছিল। কিন্তু আমরা ওই ম্যাচ থেকে এক পয়েন্ট পেয়েছি। এবার আমরা এফসিআই-এর বিরুদ্ধে খেলব। কোনও প্রতিপক্ষকেই আমরা হালকাভাবে নিচ্ছি না। তিন পয়েন্ট আমাদের পেতেই হবে। কিন্তু তার জন্য আমাদের মাঠে নেমে সেরাটা দিতে হবে। এটাই আমাদের প্রধান লক্ষ্য। আগের ম্যাচের ভুলভ্রান্তি নিয়ে কাজ করেছি। আমরা নতুন চ্যালেঞ্জের জন্য প্রস্তুত।’’
আরও পড়ুন- কেরলেই গেলেন প্রীতম, মোহনবাগানে সামাদ
এক নয়, একাধিক! নিজের দফতরে মহিলাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর শাস্তি পেলেন সেই পুলিশ আধিকারিক। কর্নাটক…
প্রতিদিন ১ ডিগ্রি করে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা। কলকাতা (Kolkata) থেকে আগামী কয়েকদিনে প্রবল শীতের কনকনানি…
নয়াদিল্লি : অভূতপূর্ব ঘটনা বিজেপিতে (BJP)। মাত্র ৪৫ বছর বয়সেই বিজেপি সভাপতি পদে বসলেন নীতিন…
নয়ডা : ডাবল ইঞ্জিন সরকারের রাজ্যে এখন নারী-নিরাপত্তার নামে যে কতবড় প্রহসন চলছে তা আরও…
দেশের সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতেই হত। এত সাধারণ মানুষের ভোগান্তি যেন সহ্যের সব…
অর্থোপেডিক সার্জারির এক নতুন দিগন্ত। হাড় বা অস্থি, দেহের অন্যতম শক্ত অংশ যা আমাদের শরীরের…