প্রতিবেদন : আজ খুশির ইদ (Eid al-fitr)৷ শুক্রবার সন্ধেয় পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। আজ, অর্থাৎ শনিবার দেশ জুড়ে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ইদ উল ফিতর (Eid al-fitr) উদযাপিত হবে। চাঁদ দেখার বিষয়ে মসজিদ-এ নাখোদা মারকাজি রুহিয়াত-এ-হিলাল কমিটি বিজ্ঞপ্তি প্রকাশ করে জানিয়েছে, ‘১৪৪৪ হিজরি শাওয়াল মাসের চাঁদ দেখা গিয়েছে, ইনশাআল্লাহ আগামীকাল ২২ এপ্রিল, শনিবার ঈদুল ফিতর উদযাপিত হবে।’ দীর্ঘ একমাস রোজা শেষে সারাদেশে আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে মুসলমানরা উদযাপন করবে ইদ-উল ফিতর। শুক্রবার দুপুর থেকে কলকাতা-সহ আশপাশের জেলাগুলোতে গরমের প্রকোপ খানিক কমেছে। ফলে ইদের রাতে কেনাকাটায় ভিড় নজরে পড়েছে। রেড রোডে ইদের নামাজের জন্য মঞ্চ বাঁধার কাজ শেষ পর্যায়ে। ইদের জামাত যথাসময়ে রেড রোডে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে কলকাতা খিলাফত কমিটি।