উজ্জীবিত ঋষভদের সামনে আজ গুজরাট

চোটের জন্য তিন ম্যাচ বাইরে ছিলেন। তবে লখনউ ম্যাচে দলে ফিরেই তিন উইকেট নিয়ে দিল্লিকে জয় এনে দিয়েছিলেন কুলদীপ।

Must read

আমেদাবাদ, ১৬ এপ্রিল : লখনউ সুপারজায়ান্টসের বিরুদ্ধে শেষ ম্যাচে জয় বদলে দিয়েছে গুমোট পরিবেশকে। ফিরিয়ে এনেছে আত্মবিশ্বাস। এই পরিস্থিতিতে বুধবার গুজরাট টাইটান্সের বিরুদ্ধে মাঠে নামছে দিল্লি ক্যাপিটালস। ৬ ম্যাচে মাত্র দু’টিতে জয়। প্লে-অফ স্বপ্ন বাঁচিয়ে রাখার জন্য এখন পরপর কয়েকটা জয় চাই ঋষভ পন্থদের। আর গুজরাটের বিরুদ্ধে দিল্লির দুই বাজি কুলদীপ যাদব এবং জেক ফ্রেজার ম্যাকগার্ক।

আরও পড়ুন-রাজ্যের শিক্ষা ব্যবস্থা ঘুরে দাঁড়াচ্ছে, পরবর্তীতে স্বচ্ছভাবে শিক্ষক নিয়োগ হবে: ব্রাত্য বসু

চোটের জন্য তিন ম্যাচ বাইরে ছিলেন। তবে লখনউ ম্যাচে দলে ফিরেই তিন উইকেট নিয়ে দিল্লিকে জয় এনে দিয়েছিলেন কুলদীপ। বুধবারও শুভমন গিলদের কড়া চ্যালেঞ্জের মুখে ফেলতে পারে বাঁ হাতি রিস্ট স্পিনারের ঘূর্ণি। অন্যদিকে, লখনউ ম্যাচের আগে ফ্রেজারের নাম ক’জন ভারতীয় ক্রিকেটপ্রেমী জানতেন, তা নিয়ে সন্দেহ রয়েছি। কিন্তু অভিষেক আইপিএল ম্যাচেই ঝোড়ো হাফ সেঞ্চুরি করে সবার নজর কেড়েছেন ডানহাতি অস্ট্রেলীয় ব্যাটার।

আরও পড়ুন-ঔদ্ধত্য! বিজেপি জিতলে তুলে নিয়ে যাওয়ার হুমকি তফসিলি মহিলাকে

অন্যদিকে, গতবারের ফাইনালিস্ট গুজরাটও খুব একটা স্বস্তিতে নেই। ৬ ম্যাচে তিনটিতে জয়। শুভমনদের কাছেও বুধবারের ম্যাচটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। গুজরাট শিবিরকে আত্মবিশ্বাস জোগাচ্ছে শেষ ম্যাচে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে শেষ বলে নাটকীয় জয়। তবে শুভমনদের বড় সমস্যা দুর্বল বোলিং। অভিজ্ঞ পেসার মহম্মদ শামির না থাকাটা প্রত্যেক ম্যাচেই টের পাচ্ছে গুজরাট। ব্যাটিং নিয়েও খুব একটা স্বস্তি নেই। অধিনায়ক শুভমন ছাড়া গুজরাটের আর কোনও ব্যাটারই ধারাবাহিকতা দেখাতে পারছেন না। বুধবারের ম্যাচটার প্রধান আকর্ষণ তাই কুলদীপ ও শুভমন দ্বৈরথ।

Latest article