দিল্লি ম্যাচে আজ হার্দিকরাই এগিয়ে

Must read

নয়াদিল্লি, ৩ এপ্রিল : সৌরভ গঙ্গোপাধ্যায় ও রিকি পন্টিংয়ের মতো ক্রিকেট মস্তিষ্ক তাদের দলের ডাগ আউটে বসে আছেন। তবু লখনউয়ের বিরুদ্ধে প্রথম ম্যাচে দিল্লি ক্যাপিটালসকে অতি সাধারণ দল মনে হয়েছে। মঙ্গলবার দ্বিতীয় ম্যাচে ডেভিড ওয়ার্নাররা মুখোমুখি হবেন গুজরাট টাইটানসের (Gujarat titans vs Delhi capitals)। দিল্লির এটা হোম ম্যাচ হলেও হার্দিক পান্ডিয়ারা ধারে-ভারে তাদের থেকে অনেক সুবিধাজনক জায়গায় আছেন।
আসলে লখনউ সুপার জায়ান্টসের কাছে ৫০ রানে হারের ম্যাচে দিল্লির অনেকগুলি দুর্বলতা প্রকাশ্যে এসেছে। মনে হচ্ছে এই দলের কোনও প্ল্যান বি নেই। আনরিখ নর্তজে ও লুঙ্গি এনগিডি দেশের হয়ে আটকে যাওয়ায় দিল্লি দলটাও এক জায়গায় থেমে রয়েছে। চেতন শাকারিয়া ও মুকেশ কুমারের বলে গতি ও বৈচিত্র্য কম। খলিল আমেদ প্রথম ম্যাচে ভাল বল করলেও তাঁর ফিল্ডিং প্রশ্ন তুলে দিয়েছে।

আরও পড়ুন- ধোনির মঞ্চে নায়ক মইন

উল্টোদিকে গুজরাটের (Gujarat titans vs Delhi capitals) ওপেনার শুভমন গিল বিধ্বংসী ফর্মে রয়েছেন। নর্তজেদের ছাড়া এই বোলিং নিয়ে দিল্লি শুভমনকে কীভাবে আটকাবে সেটা একটা বড় প্রশ্ন। তবে কি ইশান্ত শর্মাকে ইমপ্যাক্ট প্লেয়ার হিসাবে ব্যবহার করবে দিল্লি? উত্তরটা সময় দেবে। তবে সাকারিয়ার বদলে মুস্তাফিজুর রহমানকে ভাবতে পারে দিল্লি। ব্যাটিংয়ে ওয়ার্নারকে অনেক নির্ভর করতে হচ্ছে পৃথ্বী শ ও সরফরাজ খানের উপর। দিল্লিকে ভাল করতে হলে এই দুজনকেও শুরুতে রান দিতে হবে। গুজরাটের জন্য তাদের বোলিং লাইন-আপই যথেষ্ট। শামি, হার্দিক, আলজারি জোসেপ, যশ দয়াল ও রশিদ খানকে নিয়ে শক্তিশালী আক্রমণ গুজরাটের। দিল্লির সমস্যা হল তাদের বেঞ্চে ভাল ভারতীয় ব্যাটার নেই। ফলে বিদেশিরা কত ভাল করে তার উপর মঙ্গলবারের গুজরাট ম্যাচে দিল্লির সাফল্য নির্ভর করছে।

Latest article