ইস্ট লন্ডন, ১৮ জানুয়ারি : ফেব্রুয়ারির ১০ তারিখ দক্ষিণ আফ্রিকার মাটিতেই শুরু হচ্ছে টি-২০ বিশ্বকাপ। তার কয়েক দিন আগে প্রোটিয়াদের ডেরাতেই বিশ্বকাপের চূড়ান্ত মহড়া সেরে ফেলার সুযোগ পাচ্ছে হরমনপ্রীত কৌরের নেতৃত্বাধীন ভারতীয় মহিলা ক্রিকেট দল। আয়োজক দক্ষিণ আফ্রিকার সঙ্গে ওয়েস্ট ইন্ডিজ ও ভারতকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ শুরু হচ্ছে বৃহস্পতিবার থেকে। প্রথম দিন হরমনপ্রীতের ভারতের সামনে দক্ষিণ আফ্রিকার মেয়েরা।
আরও পড়ুন-দিনের কবিতা
গত মাসেই দেশের মাটিতে অস্ট্রেলিয়ার কাছে টি-২০ সিরিজে হেরেছেন স্মৃতি মান্ধানারা। বোলিং ও ফিল্ডিংয়ে অনেক খামতি ছিল। বিশ্বকাপের আগে হাতে খুব কম সময়। তার মধ্যে দলের ফাঁকফোকর ভরাট করে ফেলতে চাইছে ভারতীয় দল। ঝুলন গোস্বামীর অবসরের পর সাদা বলের ক্রিকেটে ফেরানো হয়েছে অভিজ্ঞ পেসার শিখা পান্ডেকে। রেণুকা সিং এবং অঞ্জলি সর্বাণীর পাশে শিখার অন্তর্ভুক্তি ভারতীয় পেস আক্রমণের শক্তি যে বাড়াবে, তা নিয়ে সন্দেহ নেই।
আরও পড়ুন-পুরুলিয়ায় বড় বিনিয়োগ
এই সিরিজে শেফালি ভার্মা এবং রিচা ঘোষের অভাববোধ করতে পারে ভারত। দু’জনেই অনূর্ধ্ব-১৯ মহিলা দলের হয়ে টি-২০ বিশ্বকাপে খেলছেন। ব্যাটিং নিয়ে অবশ্য বিশেষ চিন্তা নেই দলের।