আবাস যোজনায় কেন্দ্রীয় প্রতিনিধি দলকে গো ব্যাক

প্রসঙ্গত, দিন কয়েক আগে আবাস যোজনার ফর্ম জমা নিয়ে বিরাট অভিযোগ উঠেছিল কেন্দ্রীয় প্রতিমন্ত্রী কপিল মোড়েশ্বর পাতিলের বিরুদ্ধে।

Must read

সংবাদদাতা, মালদহ : কেন্দ্রীয় মন্ত্রীর পর এবার আবাস যোজনায় কেন্দ্রীয় প্রতিনিধি মানুষের ক্ষোভের মুখে। ঘটনাস্থল ফের মালদহ। বুধবার বিকেলে হরিশ্চন্দ্রপুর ২ নম্বর ব্লকের ভালুকা গ্রাম পঞ্চায়েতে আসে কেন্দ্রীয় প্রতিনিধি দল। সেই সময় পঞ্চায়েতের ভেতর পঞ্চায়েত কর্তৃপক্ষ এবং প্রশাসনের সঙ্গে আলোচনা চলছিল কেন্দ্রীয় প্রতিনিধি দলের। তখনই ভালুকা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বিভিন্ন এলাকার বাসিন্দারা এসে বিক্ষোভ দেখাতে শুরু করে পঞ্চায়েতের বাইরে। বিক্ষোভের জেরে ব্যাপক উত্তেজনা ছড়ায়।

আরও পড়ুন-শুরু হল জঙ্গলমহল উৎসব

প্রসঙ্গত, দিন কয়েক আগে আবাস যোজনার ফর্ম জমা নিয়ে বিরাট অভিযোগ উঠেছিল কেন্দ্রীয় প্রতিমন্ত্রী কপিল মোড়েশ্বর পাতিলের বিরুদ্ধে। বিএসএফ ক্যাম্পে আবাস যোজনার ফর্ম জমা নেওয়ার অভিযোগ উঠল কেন্দ্রীয় মন্ত্রীর বিরুদ্ধে। এমনকী বিএসএফ ক্যাম্পে বসে আবাস যোজনা নিয়ে সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন। আর আবাস যোজনার ফর্ম জমা নেন তিনি। ইংরেজ বাজারের কেষ্টপুর বিএসএফ ক্যাম্পে যান। সেই ক্যাম্পে বসে তিনি আবাস যোজনার ফর্ম জমা নেন সাধারণ মানুষের কাছে।

আরও পড়ুন-কেন্দ্রের আবেদনে বিস্মিত চন্দ্রচূড়

এরপর কালিয়াচকের গোলাপগঞ্জ বিএসএফ ক্যাম্পেও তিনি যান। সেখানেও একই ঘটনার পুনরাবৃত্তি। একজন কেন্দ্রীয় মন্ত্রী বিএসএফ ক্যাম্পে বসে আবাস যোজনার ফর্ম জমা নিচ্ছেন তা দেখে প্রশ্ন তুলেছিল রাজনৈতিক মহল। এই ঘটনার রেশ কাটতে না কাটেতই একই জেলাতেই এবার সাধারণ মানুষের ক্ষোভের মুখে পড়ল কেন্দ্রীয় প্রতিনিধি দল।

Latest article