শুরু হল জঙ্গলমহল উৎসব

আদিবাসীদের মুখ থেকে তাদের অভাব অভিযোগের কথা শোনা হবে। পাশাপাশি, আদিবাসী সংস্কৃতি তাদের নাচ-গান ও জীবনযাত্রা তুলে ধরা হবে

Must read

সংবাদদাতা, সিউড়ি : রাজনগর ব্লকের জয়পুর গাঙমুড়ি গ্রামের রাজনগর সিসাল ফার্ম উচ্চ বিদ্যালয় ময়দানে নবম জঙ্গলমহল উৎসব উদ্বোধন হয়। উপস্থিত ছিলেন মন্ত্রী চন্দ্রনাথ সিংহ, সভাধিপতি বিকাশ রায়চৌধুরি, জেলাশাসক বিধান রায়, অতিরিক্ত জেলাশাসক (উন্নয়ন) সুপ্রিয় দাস, এবং নানা গুণী ব্যক্তির উপস্থিতিতে। তিনদিন ধরে এই অনুষ্ঠান হবে।

আরও পড়ুন-শুরু থেকেই বোলারদের চাপে রাখতে চেয়েছি: গিল

মেধাবী ছাত্রদের পদক, পুরস্কার প্রদান করা হয়, জাতিগত শংসাপত্র প্রদান করা হয়, আদিবাসীদের বাদ্যযন্ত্র প্রদান করা হয়। এ ছাড়াও বিভিন্ন দফতরের পক্ষ থেকে স্টল দেওয়া হয় যেখানে সরকারের বিভিন্ন জনপ্রিয় প্রকল্প সম্পর্কে তথ্য দেওয়া হয়। মেদিনীপুরের জঙ্গলমহলে উদ্বোধন হয় উৎসবের। যেখানে আদিবাসী সংস্কৃতি ও ঐতিহ্যধারাকে তুলে ধরা হয়েছে। মূল মঞ্চ ও প্রাঙ্গণকে সাজানো হবে আদিবাসীদের পছন্দ শৈলীর আদলে। তারপর সেখানে জঙ্গলমহল উৎসবের সূচনা হবে বিভিন্ন আকর্ষণীয় আদিবাসী সমাজে প্রচলিত নাচ-গানের মাধ্যমে। আদিবাসীদের মুখ থেকে তাদের অভাব অভিযোগের কথা শোনা হবে। পাশাপাশি, আদিবাসী সংস্কৃতি তাদের নাচ-গান ও জীবনযাত্রা তুলে ধরা হবে।

Latest article