শুরু থেকেই বোলারদের চাপে রাখতে চেয়েছি: গিল

নিজামের শহরে ডবল সেঞ্চুরি হাঁকিয়ে নায়ক বনে গিয়েছেন শুভমন গিল। ১৪৯ বলে ২০৮ রানের ঝোড়ো ইংনিস খেলে একের পর এক রেকর্ড ভেঙেছেন

Must read

হায়দরাবাদ, ১৮ জানুয়ারি : নিজামের শহরে ডবল সেঞ্চুরি হাঁকিয়ে নায়ক বনে গিয়েছেন শুভমন গিল। ১৪৯ বলে ২০৮ রানের ঝোড়ো ইংনিস খেলে একের পর এক রেকর্ড ভেঙেছেন। সব থেকে বড় কথা, শেষ তিনটে একদিনের ম্যাচে দু-দু’টি সেঞ্চুরি করে সমালোচকদের মুখ বন্ধ করে দিয়েছেন ডানহাতি ওপেনার। ম্যাচের সেরার পুরস্কার হাতে শুভমন বলছিলেন, ‘‘এই পিচে ব্যাট করার জন্য মুখিয়ে ছিলাম। কিন্তু শুরুতেই আমাদের কয়েকটা উইকেট পড়ে গিয়েছিল। তাই লক্ষ্য ছিল শেষ পর্যন্ত ব্যাট করার। পাশাপাশি বোলারদের পাল্টা আক্রমণ করে চাপে রাখতে চেয়েছিলাম। নইলে ওরা মাথায় চড়ে বসত।”

আরও পড়ুন-সরস্বতীপুজোয় বাংলায় হাতেখড়ি রাজ্যপালের, সাক্ষী মমতা বন্দ্যোপাধ্যায়

শুভমন আরও যোগ করেছেন, ‘‘ডবল সেঞ্চুরির কথা মাথায় ছিল না। তবে ৪৬ বা ৪৭তম ওভারে ওই ছয়গুলো মারার পরেই বুঝে যাই দারুণ একটা কৃতিত্ব অর্জন করেছি। এই ইংনিসটা আমাকে বাড়তি তৃপ্তি দিচ্ছে।”
এদিকে রুদ্ধশ্বাস জয়ের পর রোহিত শর্মার স্বীকারোক্তি, ‘‘ব্রেসওয়েল আমাদের কঠিন পরীক্ষার মুখে ফেলে দিয়েছিল। ওদের পাঁচ উইকেট ফেলে দেওয়ার পর ম্যাচটা আমাদের মুঠোয় চলে এসেছিল। কিন্তু ব্রেসওয়েল প্রায় একার হাতেই ম্যাচ বের করে ফেলেছিল।” শুভমনের প্রশংসা করে রোহিত বলেন, ‘‘শুভমন দুর্দান্ত ব্যাট করল। ওকে সুযোগ দিয়ে টিম ম্যানেজমেন্ট যে কোনও ভুল করেনি, সেটা প্রমাণ হল।”

Latest article