মুম্বই, ৫ মে : দুঃস্বপ্নের আইপিএলে (IPL) টানা আট ম্যাচ হারের পর নবম ম্যাচে পয়েন্টের খাতা খুলেছে মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians)। শেষ ম্যাচে তারা রাজস্থান রয়্যালসকে (Rajasthan Royals) হারিয়েছে। বাকি পাঁচ ম্যাচ ভাল খেলে সম্মানজনকভাবে টুর্নামেন্ট শেষ করতে চায় পাঁচবারের চ্যাম্পিয়নরা। কারণ, আগেই প্লে-অফের দৌড় থেকে ছিটকে গিয়েছে রোহিত শর্মার দল। এই অবস্থায় শুক্রবার মুম্বইয়ের প্রতিপক্ষ টুর্নামেন্টের সব থেকে ধারাবাহিক দল শীর্ষে থাকা গুজরাট টাইটান্স (Gujarat Titans)। হার্দিক পাণ্ডিয়ার দল দশটির মধ্যে আটটি ম্যাচ জিতে প্লে-অফ ইতিমধ্যেই নিশ্চিত করেছে। শেষ ম্যাচটা তারা হেরে গিয়েছিল। মুম্বইকে (Mumbai Indians) হারিয়ে জয়ের সরণিতে ফিরতে মরিয়া থাকবে গুজরাট (Gujarat Titans)।
আরও পড়ুন: দুই ভিন্ন স্বাদের বাংলা ছবির রমরমা
এই বছরের আইপিএল ভুলতে চাইবে মুম্বই ম্যানেজমেন্ট। ক্রিকেটের তিন বিভাগেই সব কিছু ঠিকঠাক ছিল না তাদের। সেই সঙ্গে অধিনায়ক রোহিতও বড় স্কোর করতে পারেননি। ন’টি ম্যাচে মাত্র ১৫৫ রান করেছেন হিটম্যান। গড় মাত্র ১৭.২২। গুজরাট ম্যাচের আগের দিন বৃহস্পতিবার মুম্বইয়ের হেড কোচ মাহেলা জয়বর্ধনে বলেন, ‘‘রোহিত দীর্ঘদিন ধরে আমাদের ব্যাটিংয়ের প্রধান স্তম্ভ। ওকে ঘিরেই আমাদের দলের ব্যাটিং আবর্তিত হয়। এবার শুরুটা ভাল করলেও সেটাকে বড় রানে পরিণত করতে পারছে না। তাই ও প্রচণ্ড হতাশ। কিন্তু দিনের শেষে এটা টিম গেম। এখানে ব্যক্তিগত পারফরম্যান্স গুরুত্ব পায় না। আমরা এবার যেভাবে দল গড়েছি তাতে টপ অর্ডারে কিছু একটার অভাববোধ করছি।’’ মাহেলা স্বীকার করেছেন, এবার তাঁদের দলে ফিনিশারের অভাব দেখা যাচ্ছে। গুজরাট যেমন তিন-চারটে ম্যাচ খাদের কিনারা থেকে জিতেছে। সেটাই এবার মুম্বই দলে দেখা যায়নি। শচীন-পুত্র অর্জুন তেন্ডুলকরকে খেলানো হবে কি না, জানতে চাওয়া হলে মুম্বই কোচ জানান, সুযোগ সবার আছে। টিম কম্বিনেশনের উপর নির্ভর করবে অর্জুনের খেলা।