প্রতিবেদন : সন্তোষ ট্রফিতে নক-আউটের স্বপ্ন বাঁচিয়ে রাখতে হলে বুধবার মণিপুরের বিরুদ্ধে জিততেই হবে বাংলাকে। প্রথম দুই ম্যাচে এগিয়ে থেকেও জয় হাতছাড়া করেছে বিশ্বজিৎ ভট্টাচার্যের দল। দিল্লির সঙ্গে ড্র করার পর সার্ভিসেসের বিরুদ্ধে হেরেছে বাংলা। মণিপুর কঠিন প্রতিপক্ষ। তবে তারাও দু’টি ম্যাচ খেলে একটিতে হেরেছে। বঙ্গ শিবির আশাবাদী, নিজেরা ভুল না করলে ম্যাচ জিতেই মাঠ ছাড়বে তারা। বুধবার খেলা দুপুর ৩টেতে।
আরও পড়ুন-পড়েই চলেছে আদানি গোষ্ঠীর শেয়ার দর
‘বি’ গ্রুপের পয়েন্ট টেবলে ছয় দলের মধ্যে বাংলা রয়েছে পাঁচ নম্বরে। ২ ম্যাচে ১ পয়েন্ট নরহরি শ্রেষ্ঠাদের। মণিপুরকে হারাতে পারলে প্রথম তিনে উঠে আসবে বাংলা। কোচ বিশ্বজিৎ বলছেন, রবি হাঁসদার চোট সমস্যায় ফেলে দিয়েছে দলকে। গোলের জন্য নরহরির উপর বেশি নির্ভরশীল হয়ে পড়ছে দল। ফোনে বিশ্বজিৎ বলছেন, ‘‘রবির চোটটা আমাদের একটু সমস্যায় ফেলে দিয়েছে। তবে আমরা আশাবাদী, নিজেদের ছন্দে ফিরব। মণিপুরকে হারালে আমরা ফের জয়ের ছন্দ ফিরে পাব। কিন্তু গোল নষ্ট করা চলবে না। ভুল কম করতে হবে।’’ এদিকে, মঙ্গলবার গ্রুপ ‘এ’-র ম্যাচে কর্নাটক ২-০ গোলে হারায় গোয়াকে। অন্যদিকে, কেরল ও মহারাষ্ট্রের মধ্যে ম্যাচ ৪-৪ গোলে অমীমাংসিত থাকে।